ঢাকা শুক্রবার ১৭ অক্টোবর, ২০২৫

ঢাকা শুক্রবার ১৭ অক্টোবর, ২০২৫

প্রিয় তারেক রহমানকে ফুলের তোড়া দিয়ে বরণ করার অপেক্ষায় বাংলাদেশ

✒ দৈনিক কলম যোদ্ধাঃ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ২:৫৮ অপরাহ্ণ

মোঃ মুকুল হোসেনঃ-

বাংলার আকাশে অন্যরকম রঙ, নীল আকাশ যেন নতুন করে হাসছে, বাতাসে যেন দোয়া আর অশ্রুর গন্ধ মিশে আছে। কারণ এই বাংলার মাটিতে খুব শিগগিরই ফিরে আসছেন আপনি।
আজ পুরো বাংলার জাতি নিঃশ্বাস বন্ধ করে আপনার জন্য অপেক্ষা করছে। কেউ আনন্দে কাঁদছে, কেউ কেউ আপনার আসার খবর শুনে দিনের পর দিন রাতের পর রাত জেগে আছে ফুলের তোঁড়া দিয়ে বরণ করার অপেক্ষায়। বাংলাদেশের হাজার হাজার গ্রাম বাজার, প্রত্যেকটা জেলার শহরের মোড়ে মোড়ে, চায়ের দোকানে, কলেজ, স্কুলের বারান্দা, বৃদ্ধাশ্রমে, মসজিদের সিজদায়, স্কুলের শিশুদের শুধু একটাই আওয়াজ,“আমাদের প্রাণের ভাই তারেক রহমান আসছেন!”
যে মাটিতে শহীদ প্রেসিডেন্ট জিয়া স্বাধীনতার মানচিত্র এঁকেছিলেন। যে নেত্রী মায়ের মতো করে জাতির প্রত্যেকটি পরিবার, সন্তান ও এই সোনার দেশকে আঁচলের নিচে আগলে রেখেছেন। সেই বাংলার মাটিতে ফিরছেন তাঁর এবং সকল মায়ের স্বপ্নের সন্তান। যিনি সময়ের চেয়ে এগিয়ে ছিলেন। যিনি সহ্য করেছেন অবর্ণনীয় যন্ত্রণা, সুস্থ মাকে অসুস্থ দেখেছেন, হারিয়েছেন প্রিয় ভাই প্রয়াত আরাফাত রহমান কোকো কে, কিন্তু তার পরও জনাব তারেক রহমানের অন্তরের অন্তরস্থলের ভেতর থেকেও আলাদা করতে পারিনাই দেশের প্রতি দায়িত্ব পালন ও দেশপ্রেম।
আপনার আগমন মানেই দেশের সবকিছু নতুন পুনর্জন্মম। আপনার পদ-ধ্বনি মানে, নতুন সূর্যোদয়, নতুন ইতিহাসের সূচনা। দেশের সকল এলাকার পথচারী থেকে শুরু করে রিকশাচালক, কলেজ প্রফেসর থেকে শিক্ষক, দিনমজুর থেকে ডাক্তার,
সবাই হাত তুলে দোয়া করছে, “হে আল্লাহ, আমাদের ভাইকে রক্ষা করো, তাঁকে শক্তি দাও, তাকে জনগণের সেবক বানাও।” কেউ পতাকা হাতে অপেক্ষা করছে, কেউ চোখ ভিজিয়ে করছে দোয়া, কেউ সেজদায় পড়ে কাঁদছে। কারণ তারা জানে, এই দেশে ফেরা কোনো সাধারণ বিষয় নয়, এটি শহীদের উত্তরাধিকারের পুনর্জাগরণ, গণতন্ত্রের নতুন নিশ্বাস, বাংলাদেশের সকল জনগণের আত্মার পুনরুত্থান। আজ প্রত্যেকটা নির্যাতিত মায়েরা ঘরে ঘরে চুলায় ভাত বসিয়েছেও করছে দোয়া , বৃদ্ধ বাবা নামাজ শেষে হাত তুলে আকাশের দিকে তাকিয়ে করছে মোনাজাত এবং দেশের সংগ্রামী যুবকরা মোবাইল ফেলে স্বাধীন পতাকা হাতে রাস্তায় নেমেছে।

আজ পুরো জাতি তৃষ্ণার্ত, আবেগে ভাসমান, আমরা জানি না কীভাবে আপনাকে স্বাগত জানাবো?, ফুলে নাকি? পতাকায়? না কি চোখের জলে?
কারণ আমাদের কাছে আপনি শুধু একজন নেতা নন, আপনি আমাদের অনুভূতি, আমাদের বিশ্বাস, আমাদের দেশের আশা।
এই বাংলার প্রত্যেকটা অঞ্চলে মাটির বালু-কণা গুলো যেন ফিসফিস করে বলছে, “স্বাগতম, তারেক রহমান এসো আমার ঘরে। এই বাংলার মাটি শুঁকনো হয়ে গিয়েছিল আপনার অপেক্ষায়, এখন আবার এ মাটি ভিজবে ভালোবাসা আর অশ্রুজলে।”
আজ ইতিহাস অপেক্ষায়, সময় থমকে আছে। বাংলাদেশ এক নতুন অধ্যায়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। যেখানে সকল শহীদের স্বপ্ন আবার জেগে উঠবে। গণতন্ত্র, ন্যায় আর মানুষের অধিকার আবার ফিরবে এই মাতৃভূমিতে।
“আপনার আগমন মানেই, বাংলাদেশের পুনর্জন্ম।
আপনার পদচারণাই, আমাদের মুক্তির জয় ধ্বনি।”
স্বাগতম তারেক রহমান, বাংলার প্রত্যেকটা ঘরে আবার ফিরে আসছে নেতা।
এ বাংলার মাটি, এ দেশের মানুষের অফুরন্ত ভালোবাসা নিয়ে সবাই আপনাকে বরণ করায় অপেক্ষায়।
বাংলাদেশ আবার জেগে উঠবে আপনার নেতৃত্বে ইনশাআল্লাহ।