ঢাকা শুক্রবার ১৭ অক্টোবর, ২০২৫
মোঃ রুবেল হোসেন (সাভার) ঢাকা :
সাভারের আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে ৫১০ (পাঁচশত দশ) গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।
জানা যায়, ঢাকা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান (পিপিএম) নির্দেশনায় মঙ্গলবার (১৫ অক্টোবর) রাত ৯টা ৫ মিনিটে ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিনের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আঃ মুত্তালিব সংগীয় অফিসার ও ফোর্সসহ আশুলিয়া থানাধীন বুড়ির বাজার আমতলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানে মোঃ আব্দুল্লাহ (৪০), পিতা-মোঃ জালাল উদ্দিন, মাতা-বেদেনা, সাং-চার ঘুরিয়া পাড়া, থানা-মাদারগঞ্জ, জেলা-জামালপুর, বর্তমানে গাজিরচট, বাইপাইল (জহিরের বাড়ির ভাড়াটিয়া), থানা-আশুলিয়া, জেলা-ঢাকাকে ৫১০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মাদক মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
আপনার মতামত লিখুন :