ঢাকা শুক্রবার ১৭ অক্টোবর, ২০২৫

ঢাকা শুক্রবার ১৭ অক্টোবর, ২০২৫

গাইবান্ধা জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা, অপরাধ সভা ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

✒ মোঃ মিঠু মিয়া,গাইবান্ধা  প্রতিনিধি:  প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৮:০৯ অপরাহ্ণ

মোঃ মিঠু মিয়া,গাইবান্ধা  প্রতিনিধি: গাইবান্ধা জেলা পুলিশের আয়োজনে বুধবার সকাল ৮টায় পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অফিসার ও ফোর্সদের অংশগ্রহণে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেডে কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ ও পরিদর্শন করেন গাইবান্ধা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব নিশাত এ্যঞ্জেলা।প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন জনাব বিদ্রোহ কুমার কুন্ডু, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল), গাইবান্ধা।প্যারেড পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় ফোর্সদের মাঠ পর্যায়ের প্যারেড দক্ষতা, শারীরিক ফিটনেস ও টার্ন আউট মূল্যায়ন করে চৌকস সদস্যদের পুরস্কৃত করেন। পরিদর্শন শেষে তিনি যানবাহন শাখা পরিদর্শন করেন এবং শৃঙ্খলা, ড্রেসরুলস, স্বাস্থ্য সচেতনতা, পরিচ্ছন্নতা, ক্ষিপ্রতা ও জনসাধারণের সাথে উত্তম ব্যবহার বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।পরে সকাল ৯টা ৩০ মিনিটে পুলিশ লাইন্স ড্রিল সেডে পুলিশ সুপার জনাব নিশাত এ্যঞ্জেলার সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকলের কাছ থেকে কল্যাণমূলক প্রস্তাব আহ্বান করা হয় এবং প্রাতিষ্ঠানিক সমস্যাসমূহ নিয়ে আলোচনা হয়।সভায় পুলিশ সুপার বলেন,পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে, সরকারি সম্পত্তি রক্ষা করতে হবে, জেলার আইন-শৃঙ্খলা বজায় রাখতে হবে এবং নিজের ও পরিবারের প্রতিও দায়িত্বশীল থাকতে হবে।সভা শেষে প্রশংসনীয় কাজের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়।এরপর পুলিশ সুপার জনাব মোঃ শরিফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), গাইবান্ধাকে বদলীজনিত বিদায় এবং তিনজন পুলিশ সদস্যকে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করেন। বিদায়ী কর্মকর্তারা তাদের দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।পুলিশ সুপার বিদায়ী কর্মকর্তাদের কর্মদক্ষতা ও অবদান তুলে ধরে বলেন, আপনাদের নিষ্ঠা ও অবদান জেলা পুলিশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।শেষে জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক উপহার প্রদান করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোঃ শরীফ আল রাজীব, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); বিদায়ী অতিথি জনাব মোঃ শরিফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্); জনাব বিদ্রোহ কুমার কুন্ডু, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল); জনাব এবিএম রশীদুল বারী, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও ফোর্স সদস্যবৃন্দ।