ঢাকা শুক্রবার ১৭ অক্টোবর, ২০২৫

ঢাকা শুক্রবার ১৭ অক্টোবর, ২০২৫

শিক্ষকদের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে সাঁথিয়ায় মানব বন্ধন অনুষ্ঠিত

✒  এস এম আলমগীর চাঁদ, বিশেষ প্রতিনিধি : প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৭:৩৮ অপরাহ্ণ

 এস এম আলমগীর চাঁদ, বিশেষ প্রতিনিধি : পাবনার সাঁথিয়ায় চলমান আন্দোলনে শিক্ষকদের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে স্কুল কলেজের শিক্ষকেরা। মঙ্গলবার দুপুর ১২টায় সাঁথিয়া উপজেলা গেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষকরা এই মানববন্ধনে অংশগ্রহণ করেন। জোড়গাছা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল হাই এর সভাপতিত্বে এবং দাড়ামুদা স্কুল এন্ড কলেজের শিক্ষক নাছির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সাঁথিয়া মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মনসুর আলী, জোড়গাছা কলেজের সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন উল্লাস, সাঁথিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিবুর রহমান, সহকারী অধ্যাপক আশরাফ আলী, দৌলতপুর ইমাম হোসাইন একাডেমির শিক্ষক আনসার আলী, দাড়ামুদা স্কুল এন্ড কলেজের শিক্ষক ইউনুস আলী প্রমুখ। শিক্ষকরা তাদের বক্তব্যে বলেন, ৫০০টাকা বাড়ি ভাড়া ভাতার প্রজ্ঞাপন বাতিল করে অনতিবিলম্বে ২০শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা, ১৫০০টাকা চিকিৎসা ভাতা এবং মূল বেতনের ৭৫শতাংশ হারে উৎসব বোনাস প্রদানের দাবি জানান। এছাড়াও বক্তারা শিক্ষকদের দাবি আদায়ের কেন্দ্র ঘোষিত যে কোনো কর্মসূচি সাঁথিয়ায় পালন করার ঘোষণা দেন।