মোঃ রুবেল হোসেন (সাভার) ঢাকা : সাভারে অভিযান চালিয়ে ১০০ (একশত) লিটার চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। রবিবার (১৩ অক্টোবর ) বিকেল ৫টা ১০ মিনিটের দিকে সাভার মডেল থানাধীন চরতুলাতলি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির নাম মোঃ স্বপন ওরফে মগা স্বপন (৬০)। তিনি মৃত নয়া মিয়া ও মৃত সোনাই বিবির পুত্র এবং সাভারের চরতুলাতলি এলাকার স্থায়ী বাসিন্দা। ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান (পিপিএম) নির্দেশে ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন এর নেতৃত্বে এসআই (নিঃ) কাজী কামাল মিয়া সংগীয় ফোর্সসহ বিশেষ এই অভিযান পরিচালনা করেন। ডিবি সূত্রে জানা গেছে, ধৃত আসামী দীর্ঘদিন ধরে এলাকায় চোলাই মদ বিক্রি ও সরবরাহের সাথে জড়িত। তার বিরুদ্ধে পূর্বে একাধিক মাদক ও ফৌজদারি মামলা রয়েছে। পিসিপিআর পর্যালোচনায় জানা যায়, স্বপন ওরফে মগা স্বপনের বিরুদ্ধে সাভার থানায় অন্তত ৭টি মামলা রয়েছে। এর মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একাধিক মামলা এবং দণ্ডবিধি ১৮৬০ এর ৩২৩/৩৫৪/৫০৬(২) ধারায় মামলা অন্তর্ভুক্ত। ডিবি (উত্তর) জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সাভার মডেল থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মতামত লিখুন :