মোঃ রুবেল হোসেন সাভার ঢাকা : ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর) কর্তৃক ভুয়া র্যাব পরিচয়ে ডাকাতির চেষ্টাকালে ৯ জন কুখ্যাত ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করা হয়েছে। জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে দুপুর থেকে বিকেল পর্যন্ত সাভার মডেল থানাধীন ভাঙ্গা ব্রিজ এলাকার তুরাগ ময়লার স্তুপের সামনে প্রায় ২৫ লাখ টাকার চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা নং-৭৩, তারিখ ২৬/০৯/২০২৫, ধারা-১৭০/৩৬৫/৩৯৫/৩৯৭ পেনাল কোড অনুযায়ী একটি মামলা রুজু করা হয়। ঘটনার পর ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব মোঃ আনিসুজ্জামান (পিপিএম), পুলিশ সুপার, ঢাকা-এর নির্দেশনায় ডিবি (উত্তর), ঢাকা জেলা ডাকাতির ঘটনাটি উদঘাটনের লক্ষ্যে ছায়া-তদন্ত শুরু করে। তথ্য-প্রযুক্তি ব্যবহার ও গোয়েন্দা কৌশল অবলম্বন করে ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আঃ মুত্তালিব, এএসআই (নিঃ) মোঃ মেহেদী মাসুদ ও সঙ্গীয় ফোর্সসহ গত ১২ অক্টোবর ২০২৫ বিকালে সাভারের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে ৭ জন ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন: ১. মোঃ শহিদুল ইসলাম (৪২), পাবনা ২. মোঃ সুমন মিয়া (৬৫), শেরপুর ৩. সিদ্দিকুর রহমান ওরফে ইদ্রিস (৪৮), পটুয়াখালী ৪. আফজাল হোসেন ওরফে উজ্জ্বল (৪২), মৌলভীবাজার ৫. মামুন আহম্মেদ মিন্টু (৫২), ফরিদপুর ৬. মেহেদী হাসান (২৭), মাগুরা ৭. শামীম আহম্মেদ সবুজ (৩২), সাতক্ষীরা তাদের কাছ থেকে উদ্ধার করা হয়: একটি সাদা রঙের নোয়া গাড়ি, খেলনা পিস্তল কভারসহ, ৩টি র্যাবের কটি, ওয়াকিটকি, হ্যান্ডকাফ, ইলেকট্রিক শক মেশিন, ফিল্ড ক্যাপ, ওয়েট মেশিন, পকেট রাউটার, মোবাইল সিম, ভুয়া নাম্বার প্লেট, ও সেনাবাহিনীর লোগোযুক্ত নোটবুকসহ আরও বিভিন্ন সরঞ্জাম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, ভুয়া র্যাব পরিচয়ে তারা দেশের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িত। তাদের তথ্যের ভিত্তিতে ডিবি টিম পরে ডিএমপি রমনা থানাধীন কাকরাইল এলাকা থেকে আরও দুইজনকে গ্রেফতার করে। অতিরিক্ত দুইজন হলেন: ৮. মোঃ শাহাদাত (৬০), পিরোজপুর ৯. মোঃ ফরহাদ হোসেন (৩৭), শরীয়তপুর অভিযানে ডাকাতির লুন্ঠিত ২৫ লক্ষ টাকার মধ্যে ৫ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। ডিবি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের সবাই একাধিক জেলায় ডাকাতি, ছিনতাই, মাদক ও বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামি। শুধু শহিদুল ইসলাম ও সুমন মিয়ার বিরুদ্ধে রয়েছে যথাক্রমে ৪ ও ৬টি মামলা, আর অন্যান্যদের বিরুদ্ধেও রয়েছে একাধিক মামলা ও চার্জশিট। ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর ওসি মোঃ জালাল উদ্দিন জানান, “এরা দীর্ঘদিন ধরে ভুয়া র্যাব পরিচয়ে ডাকাতি করে আসছিল। তাদের গ্রেফতারের মাধ্যমে একটি সংঘবদ্ধ অপরাধচক্রের গুরুত্বপূর্ণ সদস্যদের শনাক্ত করা সম্ভব হয়েছে।” গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা নং-৭৩ (তারিখ: ২৬/০৯/২০২৫) এর অধীনে ১৭০/৩৬৫/৩৯৫/৩৯৭ পেনাল কোড অনুযায়ী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। উল্লেখ্য, এদের মধ্যে কিছুজন ঢাকার বাইরে বিভিন্ন জেলায় পূর্বেও গ্রেফতার হয়েছিল এবং একাধিক মামলায় চার্জশিটভুক্ত আসামি।
আপনার মতামত লিখুন :