ঢাকা শুক্রবার ১৭ অক্টোবর, ২০২৫

ঢাকা শুক্রবার ১৭ অক্টোবর, ২০২৫

পলাশবাড়ীতে ব্র্যাক এক্সেলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়নের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত

✒  পলাশবাড়ী প্রতিনিধি:  প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৭:২১ অপরাহ্ণ

 পলাশবাড়ী প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা পরিষদ সভাকক্ষে সোমবার (১৩ অক্টোবর) দুপুরে “ব্র্যাক এক্সেলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়নের অভিজ্ঞতা বিনিময় সভা” অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল-ইয়াসা রহমান তাপাদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আরজুমান আরা গুলেনুর। সভাপতিত্ব করেন জেলা ব্র্যাক সমন্বয়ক মো. মোশারফ হোসেন। বক্তারা বলেন, কোভিড-১৯ মহামারিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ঝরে পড়া শিক্ষার্থীদের পুনরায় মূলধারার শিক্ষায় ফিরিয়ে আনতে ব্র্যাক যুক্তরাজ্য সরকারের সহায়তায় “Educate the Most Disadvantaged Children in Bangladesh (EMDC)” প্রকল্পের আওতায় এক্সেলারেটেড এডুকেশন মডেল চালু করেছে। ১০ মাস মেয়াদি এ মডেলের মাধ্যমে ইতিমধ্যে ১,৯৫০টি স্কুলে ৪৮,৭৫০ শিক্ষার্থী শিক্ষা সম্পন্ন করেছে এবং আরও ৩০,০০০ শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। পরিকল্পনা অনুযায়ী প্রকল্প শেষে ৫,৯০০ স্কুলে ১,৪৭,৫০০ শিক্ষার্থী শিক্ষা লাভ করবে। সভায় এ উদ্যোগের সাফল্য, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়।