ঢাকা শুক্রবার ১৭ অক্টোবর, ২০২৫
মোঃ আফতাবুল আলম রাজশাহী : ‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে মান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে ৫৬তম বিশ্ব মান দিবস। এ উপলক্ষ্যে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহী কর্মসূচির আয়োজন করেছে। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর ২০২৫) সকাল সাড়ে ১০টায় রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সভাকক্ষে ৫৬তম বিশ্ব মান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের সম্মানিত বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জহুরা সিকদার, পরিচালক, বিএসটিআই, বিভাগীয় কার্যালয়, রাজশাহী। বিশ্ব মান দিবস উপলক্ষ্যে পুলিশ কমিশনার বলেন, “মান আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। মান বজায় থাকলে পণ্য ও সেবার গুণগত মান বাড়ে, মানুষও নিরাপদ থাকে। টেকসই উন্নয়ন গড়তে হলে সবাইকে নিজের কাজের জায়গা থেকে মান বজায় রাখতে হবে বলে তিনি জানান।”
আপনার মতামত লিখুন :