ঢাকা শুক্রবার ১৭ অক্টোবর, ২০২৫

ঢাকা শুক্রবার ১৭ অক্টোবর, ২০২৫

নওগাঁর ধামইরহাটে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন আইন সুরক্ষা কর্মসূচির আয়োজনে ব্র্যাকের স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন সিরিমনি অনুষ্ঠিত

✒ উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৭:১১ অপরাহ্ণ

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে ব্র্যাকের স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন সিরিমনি অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আয়োজনে ১৩ অক্টোবর সোমবার দুপুর ১২টায় ব্র্যাক কার্যালয়ের হলরুমে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। ব্র্যাকের স্বপ্নসারথি দলে ১৮ বছর প‚র্ণ হওয়া কিশোরীদের নিয়ে গ্র্যাজুয়েশন সিরিমনি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও শাহরিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন কার্যক্রমের আওতায় কিশোরিদের উপকারিতা সম্পর্কে স্বাগত বক্তব্য প্রদান করেন ব্র্যাক আঞ্চলিক কার্যালয়ের নওগাঁ জেলা ব্যাবস্থাপক বিউটি আক্তার। অনুষ্ঠানের উপস্থাপক ও সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মস‚চি (সেলফ) অফিসার জুয়েল রানা ও কমিউনিটি অর্গানাইজার সাজিয়া আফরিন উপস্থিত ছিলেন। ইউএনও শাহরিয়ার রহমান সামাজিক ক্ষমতায়ন কর্মস‚চি বিষয়ে কিশোরিদের জন্য কল্যানকরতা তুলে ধরেন এবং দিক নির্দেশনা প্রদান করেন। সবশেষে গ্র্যাজুয়েশন প্রোগ্রামের আওতায় ২০ জন কিশোরিকে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট ও পুরস্কার প্রদান করেন ইউএনও শাহরিয়ার রহমান।