ঢাকা শুক্রবার ১৭ অক্টোবর, ২০২৫

ঢাকা শুক্রবার ১৭ অক্টোবর, ২০২৫

শজিমেক-হা নবনিযুক্ত উপপরিচালক ডা. মনজুরুল এ মোর্শেদের সঙ্গে জাতীয় মানবাধিকার সংগঠনের সৌজন্য সাক্ষাৎ

✒  নিজস্ব প্রতিবেদক:- প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৭:০৩ অপরাহ্ণ

 নিজস্ব প্রতিবেদক:-বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের নবনিযুক্ত উপপরিচালক ডা. মনজুরুল এ মোর্শেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির নেতৃবৃন্দ। মঙ্গলবার (১৪ অক্টোবর ২০২৫) সকালে শজিমেক হাসপাতাল প্রাঙ্গণে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা সভাপতি ও চিকিৎসা প্রযুক্তিবিদ মো. আরমান হোসেন ডলারের নেতৃত্বে প্রতিনিধি দলটি অংশ নেয়। এ সময় তারা নবনিযুক্ত উপপরিচালককে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর সফল কর্মজীবন কামনা করেন। সাক্ষাৎকালে হাসপাতালের চিকিৎসা সেবা আরও উন্নত করার উপায়, রোগীদের চিকিৎসা গ্রহণে সহায়তা, স্বচ্ছ ব্যবস্থাপনা, পরিবেশ ও স্বাস্থ্যসেবার মান বৃদ্ধিসহ সামগ্রিক উন্নয়ন বিষয়ে গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়। উপপরিচালক ডা. মনজুরুল এ মোর্শেদ মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগ, সমাজকল্যাণ ও স্বাস্থ্যসেবামুখী কর্মকাণ্ডের প্রশংসা করেন। তিনি ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে জনগণের স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য করার আশ্বাস প্রদান করেন। আলোচনায় উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. সাব্বির হোসেন ছাবদুল, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মো. আব্দুর রশিদ, সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মো. মেহেদী হাসান, মহিলা বিষয়ক সম্পাদিকা মোছা. হাফসা পারভীন, সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা সানিয়া রহমান, মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক মো. ফজলুল সাকিদার, কার্যনির্বাহী সদস্য মো. ফিরোজ হোসেন, মো. সাগর ও মো. আল মাসুদ প্রমুখ। এ সময় মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে হাসপাতালের সার্বিক উন্নয়ন, রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ এবং মানবিক চিকিৎসা সেবা নিশ্চিতের প্রত্যাশা ব্যক্ত করা হয়। উপপরিচালক ডা. মনজুরুল এ মোর্শেদ সংগঠনের এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন।