ঢাকা শুক্রবার ১৭ অক্টোবর, ২০২৫
উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ নওগাঁ মান্দায় গৃহবধূ পাখি বেগম হত্যা মামলার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই ফজলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।পরানপুর ইউনিয়নের দাওয়াইল গ্রামের জিয়ারুলের ছেলে তাইজুলের স্ত্রী পাখি বেগমকে পারিবারিক বিরোধের জের ধরে হত্যা করে রাস্তার পাশে ফেলে আসে। সকালে স্থানীয়রা পাখি বেগমের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে প্রেরণ করেন।পরে পাখি বেগমের পরিবার বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে। ওই মামলার মামলার ৫নং আসামি আব্দুর রাজ্জাক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা থেকে পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার করে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে। আব্দুর রাজ্জাক দাওয়াইল গ্রামের মৃত জহির সরদারের ছেলে বলে পুলিশ জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :