ঢাকা শুক্রবার ১৭ অক্টোবর, ২০২৫
মোঃ ইব্রাহিম সরকার, লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারীতে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। “হাত ধোয়ার নামই স্বাস্থ্য সুরক্ষা” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় হাত ধোয়ার প্রদর্শনী ও সচেতনতামূলক আলোচনা সভা। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিধান কান্তি হালদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। আলোচনা সভায় বক্তারা বলেন, সাবান দিয়ে হাত ধোয়া একটি সহজ কিন্তু অত্যন্ত কার্যকর অভ্যাস, যা ডায়রিয়া, নিউমোনিয়া, টাইফয়েডসহ নানা সংক্রামক রোগ থেকে আমাদের রক্ষা করতে পারে। তাই প্রতিদিনের জীবনে খাবারের আগে, টয়লেট ব্যবহারের পর, শিশুদের পরিচর্যার আগে ও পরে হাত ধোয়া অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান তারা। অনুষ্ঠানের শেষ পর্বে স্কুলের শিক্ষার্থীদের মধ্যে হাত ধোয়া নিয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :