ঢাকা শুক্রবার ১৭ অক্টোবর, ২০২৫

ঢাকা শুক্রবার ১৭ অক্টোবর, ২০২৫

গোবিন্দগঞ্জে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

✒ মোঃ মিঠু মিয়া,গাইবান্ধা  প্রতিনিধি: প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৬:৩৬ অপরাহ্ণ

মোঃ মিঠু মিয়া,গাইবান্ধা  প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পাঁচ কেজি গাঁজাসহ জাহিদুল ইসলাম (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সাপমারা ইউনিয়নের কাটামোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জাহিদুল ইসলাম ওই ইউনিয়নের চক রহিমাপুর (মন্ডলপাড়া) গ্রামের বাসিন্দা মোকছেদ আলীর ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে সাপমারা ইউনিয়নের কাটামোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় জাহিদুলের মালিকানাধীন ‘সজীব’ নামের একটি পরিত্যক্ত ভাতের হোটেল থেকে অ্যালুমিনিয়াম ও কাঁচের তৈরি খাবার রাখার র‍্যাকের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা একটি প্লাস্টিক বস্তায় পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।

গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শাহ নেওয়াজ জানান, “অভিযানে জাহিদুলের হেফাজত থেকে পাঁচ কেজি গাঁজা জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।

এ ঘটনায় জাহিদুল ইসলামের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।