ঢাকা মঙ্গলবার ১৪ অক্টোবর, ২০২৫
খন্দকার সেলিম রেজা
নরসিংদীর মনোহরদীতে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-
সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল এর নির্দেশনায় এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাতে মনোহরদী বাইপাস রোডে অবস্থিত উপজেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
মনোহরদী উপজেলা যুবদলের আহ্বায়ক নাদিম মাহমুদ বায়েজিদ এর সভাপতিত্বে এবং যুগ্ম-আহ্বায়ক এডভোকেট মোজাম্মেল হক এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক জহিরুল হক জুয়েল।
সভায় বক্তারা আগামী ২৭ অক্টোবর জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচী গ্রহণের নির্দেশনা দেন।এ সময় জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক শফিকুল ইসলাম জুয়েল,
উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক রুপক মোড়ল,শফিকুল ইসলাম হিরণ,সম্মানিত সদস্য মাসুদ মোল্লা,উপজেলা যুবদল নেতা সাব্বির আহম্মেদ,মামুনুর রহমান স্বাদীল,সোহানুর রহমান সোহাগ,ডা.সুমন,শরীফ আহম্মেদ,পৌরসভা যুবদল নেতা জুবায়ের হোসেন ইমরান,কৃষ্ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল মান্নান মেম্বার-সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :