ঢাকা মঙ্গলবার ১৪ অক্টোবর, ২০২৫
মোঃ শামীম মিয়া স্টাফ রিপোর্টার :
আগামী নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান জানালেন এম. রশিদুজ্জামানম মিল্লাত সাহেব
আগামী নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান জানালেন এম. রশিদুজ্জামান মিল্লাত
দেওয়ানগঞ্জ উপজেলার ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতা–কর্মীদের সংগঠিত ও সক্রিয় করতে এই সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র কোষাধ্যক্ষ, সাবেক সংসদ সদস্য ও দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি জননেতা এম. রশিদুজ্জামান মিল্লাত।
তিনি তাঁর দিকনির্দেশনামূলক বক্তব্যে বলেন, “দলকে সুসংগঠিত ও ঐক্যবদ্ধ রাখতে হবে। সামনে যে নির্বাচন আসছে, সেখানে জনগণের আস্থা অর্জনই হবে আমাদের সবচেয়ে বড় শক্তি। এজন্য প্রত্যেক নেতাকর্মীকে মাঠে থাকতে হবে, জনগণের পাশে দাঁড়াতে হবে।”
সভায় আরও উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি’র সকল নেতৃবৃন্দ, ৮টি ইউনিয়ন বিএনপি’র সভাপতি–সাধারণ সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সভায় তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা, দলের আদর্শ ছড়িয়ে দেওয়া এবং আগামী দিনের আন্দোলন–সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়
আপনার মতামত লিখুন :