মোঃ রুবেল হোসেন (সাভার) ঢাকা : ঢাকা জেলার গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর) এর অভিযানে সাভার থেকে ৯০০ (নয়শত) পিস ইয়াবা ট্যাবলেটসহ এক দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব মোঃ আনিসুজ্জামান (পিপিএম), পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের সার্বিক নির্দেশনায় সোমবার (৭ অক্টোবর ২০২৫) বিকেল ৫টা ৫ মিনিটে ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন এর নেতৃত্বে এসআই (নিঃ) মোহাম্মদ আব্দুল মুত্তালিব ও সঙ্গীয় ফোর্স সাভার মডেল থানাধীন বক্তারপুর তিন রাস্তার মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়— ১। মোঃ মনির খাঁ (৩৮), পিতা-মৃত হবি খাঁ, মাতা-মৃত মমতাজ বেগম, সাং—লক্ষীপুর, থানা—গোপালগঞ্জ সদর, জেলা—গোপালগঞ্জ, বর্তমান ঠিকানা—বক্তারপুর তিন রাস্তার মোড়, ১নং ওয়ার্ড, (ওমরের বাড়ির ভাড়াটিয়া), থানা—সাভার, জেলা—ঢাকা। ২। শ্যামলী খাতুন (৩২), স্বামী—মনির খাঁ, পিতা-মৃত ফজর আলী, মাতা—পারভীন বেগম, সাং—বক্তারপুর (তিন রাস্তার মোড়), ১নং ওয়ার্ড, (ওমরের বাড়ির ভাড়াটিয়া), থানা—সাভার, জেলা—ঢাকা। অভিযানকালে তাদের কাছ থেকে ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়। এ ঘটনায় সাভার মডেল থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে ঢাকা জেলা ডিবি (উত্তর) সূত্রে জানা গেছে। মাদকবিরোধী এই অভিযান জেলা পুলিশের চলমান কার্যক্রমেরই অংশ বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
আপনার মতামত লিখুন :