ঢাকা বুধবার ৮ অক্টোবর, ২০২৫
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রামে সাপের কামড়ে এনামুল হক (১৯) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর দিবাগত রাত) আনুমানিক ৩ টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
নিহত এনামুল হক উপজেলার ইদিলপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রামের হাবিজার রহমানের পুত্র ও আজগর আলীর নাতি।
স্থানীয় সূত্রে জানা যায়, ৭ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় ৭ টার দিকে এনামুল মাছ ধরার (ঠুসি বসানোর) জন্য পার্শ্ববর্তী কৃষি মাঠে যান। এ সময় তাকে সাপ দংশন করে। বিষয়টি সে পরিবারের কাউকে না জানিয়ে চেপে রাখে ও রাত ১০ টার দিকে সে পরিবারের নিকট বলে এবং বিষধর সাপ দংশন করতে পারে সেই সন্দেহ প্রথমে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে যাওয়ার পথে ভোররাত ৩টার দিকে এনামুল মৃত্যুবরণ করেন।
এনামুলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন।
তার জানাযার নামাজ আজ বাদ আছর নিজ বাসভবনে অনুষ্ঠিত হবে।
আপনার মতামত লিখুন :