ঢাকা মঙ্গলবার ৭ অক্টোবর, ২০২৫

ঢাকা মঙ্গলবার ৭ অক্টোবর, ২০২৫

অপরাধ দমনে অনন্য নজির: আরএমপি বোয়ালিয়া থানার ওসি আবুল কালাম আজাদ

✒ মোঃ আফতাবুল আলম,রাজশাহী:  প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ৭:৫৫ অপরাহ্ণ

মোঃ আফতাবুল আলম,রাজশাহী: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদের গতিশীল নেতৃত্বে বোয়ালিয়া থানা এলাকায় অপরাধ দমনে এক অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে। তার দায়িত্ব গ্রহণের পর থেকে থানার আওতাধীন এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলে জানা গেছে।
ওসি আবুল কালাম আজাদের বিশেষ রণকৌশল, কঠোর মনিটরিং এবং কমিউনিটি পুলিশের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের ফলশ্রুতিতেই এই অনন্য নজির স্থাপন সম্ভব হয়েছে বলে সূত্র জানিয়েছে।
যেসব ক্ষেত্রে সাফল্য:
* গ্রেপ্তার ও অভিযান: সাম্প্রতিক সময়ে বোয়ালিয়া থানা এলাকায় চুরি, ডাকাতি, মাদক ব্যবসা এবং অন্যান্য গুরুতর অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বেশ কয়েকটি সফল অভিযান পরিচালিত হয়েছে। একাধিক তালিকাভুক্ত অপরাধীকে আইনের আওতায় আনা হয়েছে।
* মাদক নির্মূল: মাদকদ্রব্য নিয়ন্ত্রণে ওসি আজাদের “জিরো টলারেন্স” নীতি কার্যকরভাবে বাস্তবায়িত হওয়ায় মাদক সংক্রান্ত অপরাধ আশঙ্কাজনকভাবে কমে এসেছে।
* জনমুখী সেবা: স্থানীয় জনগণ ওসির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। সাধারণ মানুষের অভিযোগ নিষ্পত্তিতে দ্রুততা ও আন্তরিকতা দেখানোর ফলে থানায় সেবাপ্রত্যাশীদের আস্থা বহুগুণে বেড়েছে।
* আইন-শৃঙ্খলা পরিস্থিতি: তার সময়ে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং নাগরিক নিরাপত্তা জোরদার হয়েছে।
ওসি আবুল কালাম আজাদ এই সাফল্য প্রসঙ্গে বলেন, “পুলিশ জনগণের বন্ধু—এই নীতিতে বিশ্বাসী হয়ে আমরা কাজ করছি। বোয়ালিয়া এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঠিক নির্দেশনা, সহকর্মীদের নিরলস পরিশ্রম এবং সর্বোপরি স্থানীয় জনগণের সহযোগিতাতেই এই সাফল্য সম্ভব হয়েছে। অপরাধ দমনে আমাদের এই প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
অপরাধ দমনে ওসি আবুল কালাম আজাদের এই অনন্য ভূমিকা আরএমপির অন্যান্য থানায়ও অনুপ্রেরণা যোগাবে বলে মনে করছেন অনেকে। এলাকার সুশীল সমাজ মনে করছে, এমন নিষ্ঠাবান ও জনদরদী কর্মকর্তাদের কারণেই পুলিশ প্রশাসনের প্রতি জনগণের বিশ্বাস আরও দৃঢ় হচ্ছে।