ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

গাবতলী মডেল থানার বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ১১ জন

✒  আহসান হাবিব শিবলু, বগুড়া জেলা প্রতিনিধি: প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ৭:২১ অপরাহ্ণ

 আহসান হাবিব শিবলু, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার গাবতলী মডেল থানার অফিসার ফোর্স কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত মোট ১১ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। থানা সূত্রে জানা যায়, শনিবার (৪ অক্টোবর) রাতভর গাবতলী মডেল থানার বিভিন্ন ইউনিয়নে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সাজাপ্রাপ্ত আসামি মোঃ জাকির হোসেন, পিতা: আব্দুল মজিদ, গ্রাম: সন্ধ্যাবাড়ি, থানা: গাবতলী, জেলা: বগুড়া — কে গ্রেফতার করা হয়।যৌতুক নিরোধ আইনের পরোয়ানামূলে গ্রেফতার করা হয় মোঃ শাহাদত মোল্লা, পিতা: শুক্রা মোল্লা।গ্রেফতারকৃত রুমি বেগম (৪০), স্বামী: মোঃ জাহাঙ্গীর আলম, সাং: বাইগুনি সাবেক পাড়া, থানা: গাবতলী, জেলা: বগুড়া।ঢাকার যাত্রাবাড়ী থানার মামলা নং সিআর ১০৪৬/২৪ এর গ্রেপ্তারি পরোয়ানামূলে গ্রেফতার হন কনক কুমার দাস, পিতা: শ্রীনাথ চন্দ্র দাস এবং চঞ্চল কুমার, পিতা: শ্রীনাথ চন্দ্র দাস — উভয়ই সাং: নাড়ুয়ামালা।এছাড়া আরও গ্রেফতার হন রঞ্জনা, পিতা: গোপাল; ঝন্টু; আয়েশা; সিদ্দিক মিয়া, পিতা: মোঃ আব্দুল কাফি; আইরিন (২৫), স্বামী: সিদ্দিক মিয়া; এবং আব্দুল কাফি, পিতা: মৃত ওয়াজেদ আলী; সকলেই সাং: নাড়ুয়ামালা, থানা: গাবতলী, জেলা: বগুড়া। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় জারি থাকা ওয়ারেন্ট অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয় এবং তাদের সবাইকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক বলেন,গাবতলী মডেল থানা পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতরাতে বিভিন্ন ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়। এতে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত মোট ১১ জন আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় গাবতলী থানা পুলিশ সর্বদা বদ্ধপরিকর। আমরা জনগণের সহযোগিতায় এলাকা থেকে অপরাধীদের নির্মূল করতে কাজ করে যাচ্ছি।ওসি আরও বলেন,আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হোন এবং সন্দেহজনক কোনো তথ্য পেলে পুলিশকে জানান। জনগণের সহযোগিতাই পুলিশের সবচেয়ে বড় শক্তি।”