ঢাকা শনিবার ৪ অক্টোবর, ২০২৫

ঢাকা শনিবার ৪ অক্টোবর, ২০২৫

গাইবান্ধায় সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

✒মোঃ মিঠু মিয়া,গাইবান্ধা প্রতিনিধি : প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ২:২৫ অপরাহ্ণ

মোঃ মিঠু মিয়া,গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা প্রেসক্লাবের তিন সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার প্রতিবাদ এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, গাইবান্ধার দুর্নীতিবাজ দুই কর্মকর্তা বেলাল আহমেদ ও শিশির চন্দ্র দেবনাথকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।৪ঠা অক্টোবর রোজ: শনিবার সকালে ১১টা শহরের ডিবি রোডে গানাস মার্কেট সামনে মানববন্ধনের আয়োজন করা হয়। এতে স্থানীয় সাংবাদিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি, সাধারণ মানুষ অংশ নেন। বক্তারা বলেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে ব্যাপক অনিয়ম-দুর্নীতি চলমান থাকলেও দুর্নীতিবাজ কর্মকর্তারা প্রশাসনিক প্রভাব খাটিয়ে নির্দোষ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। তারা অবিলম্বে এ মামলা প্রত্যাহার ও সংশ্লিষ্ট দুই কর্মকর্তার দ্রুত গ্রেপ্তার দাবি জানান। মানববন্ধনে বক্তৃতা করেন গাইবান্ধা প্রেসক্লাবের বক্তারা আরও বলেন, দুর্নীতির বিরুদ্ধে কলম ধরার কারণে সাংবাদিকদের হয়রানি করা হচ্ছে। সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় দেশের সচেতন নাগরিকদের এগিয়ে আসতে হবে।