ঢাকা শনিবার ৪ অক্টোবর, ২০২৫
স্টাফ রিপোর্টার: গাইবান্ধার বোনার পাড়া সরকারি খাদ্য গুদাম শ্রমিক কল্যান ইউনিয়নের (রেজি নং ৯৪৯) দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বোনার পাড় সরকারি খাদ্য গুদাম অফিস চত্বরে সকাল ১১ টায় নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় মো: শহিদুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়। সাধারণ সম্পাদক ও ক্যাশিয়ার পদে প্রত্যক্ষ ভোটে মো: লাইজু মিয়া সাধারণ সম্পাদক ও আজাহার আলী ক্যাশিয়ার পদে নির্বাচিত হন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট রফিকুল ইসলাম আলম। নির্বাচনে সার্বিক সহযোগিতা করেন বোনার পাড়া সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিয়ার রহমান, মিল চাতাল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুল হালিম, সহ-সভাপতি আলাউদ্দিন মন্ডল, ইউপি সদস্য ইব্রাহীম খলিল, রফিকুল ইসলাম রতন, আব্দুল আজিজ, রফিকুল ইসলাম ও আবুল কালাম।
আপনার মতামত লিখুন :