ঢাকা শনিবার ৪ অক্টোবর, ২০২৫
এস এম আলমগীর চাঁদ, বিশেষ প্রতিনিধি
পাবনার ঈশ্বরদীতে রেললাইনে বসে ইয়ারফোনে গান শোনার সময় ট্রেনের থাক্কায় ছিটকে পড়ে ইমরান হোসেন (২৪) নামে এক যুবক মারা গেছে।
শুক্রবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ঈশ্বরদী-পাবনা রেলরুটের ভবানীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে রেললাইনের পাশে কৃষিজমিতে কাজ করানোর জন্য ইমরান দিনমজুরদের নিয়ে জমিতে যান। কাজের ফাঁকে রেললাইনে বসে তিনি ইয়ারফোনে গান শুনছিলেন। এ সময় পাবনার ঢালারচর থেকে রাজশাহীগামী ঢালারচর এক্সপ্রেস ট্রেন সেখানে পৌঁছালে কানে ইয়ার ফোন থাকার কারনে ইমরান ট্রেনের শব্দ শুনতে পায়নি। ইয়ার ফোনে মনোযোগ থাকায় ট্রেন আসার বিষয়টি নজরেও আসেনি। এমতাবস্থায় চলন্ত ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত ইমরান কালিকাপুর এলাকার ইউনুস মন্ডলের ছেলে বলে জানা গেছে।
নিহতের মামা হাবিবুর রহমান জানান, ইমরান বাবা-মায়ের একমাত্র সন্তান। গত বছর পাবনা এডওয়ার্ড কলেজ থেকে মাস্টার্স পাস করেছেন।
ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :