ঢাকা শনিবার ৪ অক্টোবর, ২০২৫

ঢাকা শনিবার ৪ অক্টোবর, ২০২৫

জাতীয় সাংবাদিক সংস্থা মির্জাপুর  ইউনিটের সভাপতি মিজানুর রহমান সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন

✒ মোঃ আনোয়ার হোসেন , স্টাফ রিপোর্টার:  প্রকাশিত: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ১২:৩৮ অপরাহ্ণ

মোঃ আনোয়ার হোসেন , স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের মির্জাপুরে জাতীয় সাংবাদিক সংস্থা মির্জাপুর ইউনিটের নবগঠিত কমিটি পরিচিতি উপলক্ষে মিলাদ, মাহফিল দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ০১/১০/২০২৫ ইং বুধবার  সন্ধ্যায় জাতীয় সাংবাদিক সংস্থা মির্জাপুর ইউনিটের কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় সাংবাদিক সংস্থার মির্জাপুর ইউনিটের নবগঠিত কমিটির সভাপতি হলেন মোঃ মিজানুর রহমান দৈনিক আজকের জনবানী , সহ-সভাপতি লুৎফর রহমান অরেঞ্জ চ্যানেল এস , সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন দৈনিক বাংলাদেশ সমাচার , সহ-সাধারণ সম্পাদক মোঃ রুবেল মিয়া দৈনিক প্রতিদিনের কাগজ ,সাংগঠনিক সম্পাদক মোঃ সাঈদ আল মামুন রাজধানী টিভি, মোঃ ইব্রাহিম মিয়া দপ্তর সম্পাদক দৈনিক বাংলার দূত ,এম এ মঈন শিক্ষা সাংস্কৃতিক সম্পাদক দৈনিক একুশে নিউজ, সাইদুর রহমান শাকিল ,তথ্য প্রচার প্রকাশনা সম্পাদক, দৈনিক আলোকিত প্রতিদিন , ফরিদ আল মামুন অর্থ সম্পাদক দৈনিক বাংলার দূত মোঃ আনোয়ার হোসেন আবির কার্যকরী সদস্য দৈনিক আমার বার্তা , শামসুল আলম কার্যকারী সদস্য দৈনিক মুক্ত খবর , নাজিয়া নুসরত মৌ কার্যকরী সদস্য দৈনিক জাতীয় অর্থনীতি , মোঃ আমির হামজা কার্যকরী সদস্য দৈনিক নাগরিক ভাবনা পত্রিকা সহ বিভিন্ন প্রিন্ট ইলেকট্রিক মিডিয়ায় অত্র সংগঠনের সাংবাদিকগণ কাজ করছেন ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাসুদুর রহমান মিলন, আহবায়ক জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ নাজমুল হোসেন, সদস্য সচিব, জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিট।
সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ মিজানুর রহমান, সভাপতি জাতীয় সাংবাদিক সংস্থা মির্জাপুর ইউনিট। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক জাতীয় সাংবাদিক সংস্থা মির্জাপুর ইউনিট।
এ সময় বক্তারা বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। জাতীয় সাংবাদিক সংস্থার সকল সাংবাদিক  সব সময় সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অঙ্গীকারবদ্ধ থাকবে। পাশাপাশি সমাজের অসঙ্গতি ও অনিয়ম তুলে ধরার মাধ্যমে একটি সুন্দর সমাজ গঠনে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
অনুষ্ঠানে মির্জাপুর ইউনিটের নবগঠিত কমিটির নেতৃবৃন্দসহ সকল সদস্যরা উপস্থিত ছিলেন। সভা শেষে দেশ ও জাতির কল্যাণ, সংগঠনের অগ্রগতি এবং সাংবাদিকদের সার্বিক কল্যাণ ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠান শেষে সকলের মাঝে মিষ্টি বিতরণ ও রাতের খাবার পরিবেশন করা হয় ।