ঢাকা শনিবার ৪ অক্টোবর, ২০২৫

ঢাকা শনিবার ৪ অক্টোবর, ২০২৫

সম্পাদক ও প্রকাশকের পক্ষ থেকে সকল সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা

✒ দৈনিক কলম যোদ্ধাঃ প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ৯:৫৫ অপরাহ্ণ

বাংলার আকাশ-বাতাস যখন ঢাকের বাদ্যে মুখরিত, তখন বুঝে নিতে হয় মা দূর্গার আগমন বার্তা এসে গেছে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দৈনিক কলম যোদ্ধা  পত্রিকার সম্পাদক ও প্রকাশকের পক্ষ থেকে দেশের ও প্রবাসের সকল সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দেবী দূর্গার আগমন হোক শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের বার্তা নিয়ে। এই পূজা উদযাপন হোক সকল ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য এবং মানবতার সেতুবন্ধন। আমাদের সমাজে দীর্ঘদিন ধরে ধর্মীয় উৎসবগুলো কেবল একেকটি সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে সার্বজনীন উৎসবে রূপ নিয়েছে। দুর্গাপূজা তার অন্যতম উদাহরণ। আমরা বিশ্বাস করি, এই উৎসব আমাদের সকলের মিলনস্থল—যেখানে বিভেদ নয়, বরং সহমর্মিতা ও সৌহার্দ্যের সুর বেজে ওঠে। এবারের পূজায় আমরা যেন হিংসা, বিদ্বেষ ও কুসংস্কারের অন্ধকারকে দূর করে সমাজে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে পারি। মা দূর্গা যেন সকল অন্যায়, অবিচার, অশান্তি ও অমানবিকতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শক্তি দেন আমাদের।

শুভ শারদীয় দুর্গাপূজা
শুভেচ্ছান্তে,

মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান),
সম্পাদক ও প্রকাশক
দৈনিক কলম যোদ্ধা।