মোঃ শামীম মিয়া , দেওয়ানগঞ্জ জামালপুর প্রতিনিধি : যমুনা, ব্রহ্মপুত্র ও জিঞ্জিরাম নদীর ভয়াবহ ভাঙন থেকে রক্ষায় জামালপুরের দেওয়ানগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের নদী ভাঙনকবলিত পোল্লাকান্দি মধ্যপাড়া এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা মিজানুর রহমানের উদ্যোগে স্থানীয় এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে ইউনিয়নের ৫টি গ্রামের ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এই এলাকায় দীর্ঘদিন থেকে কয়েকটি নদীর ত্রিমুখী ভাঙন অব্যাহত থাকলেও, প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। আশেপাশের বিভিন্ন ইউনিয়নে জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রম চলমান থাকলেও এখানে তা নেই। শত শত একর ফসলি জমি, ঘরবাড়ি হারিয়ে হাজার হাজার মানুষ নিঃস্ব হয়ে গেছে। নদীভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ ও কার্যকর ব্যবস্থার দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন স্কুল শিক্ষক মাহমুদউন্নবী উজ্জ্বল, বিএনপি নেতা মুছা আলম, যুবদল নেতা হুমায়ুন কবির, আকরাম হোসেন, সাবেক ইউপি সদস্য আহমদ আলী, স্কুল শিক্ষক সাইফুল ইসলাম, ফরিদা বেগম ও ছালিমন বেগমসহ অন্যান্যরা। বক্তারা বলেন, দেওয়ানগঞ্জ উপজেলার ঝালরচর গ্রাম থেকে ফারাজী পাড়া গ্রাম পর্যন্ত ৬ কিলোমিটারজুড়ে যমুনা নদী ও ব্রহ্মপুত্র নদের ভাঙন থেকে এলাকাবাসীকে রক্ষা করতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন। নদীভাঙন প্রতিরোধে ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান দীর্ঘদিন থেকে সভা, সমাবেশ, স্মারকলিপি প্রদান এবং বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন।
আপনার মতামত লিখুন :