ঢাকা শনিবার ৪ অক্টোবর, ২০২৫

ঢাকা শনিবার ৪ অক্টোবর, ২০২৫

সাঁথিয়া উপজেলা জাতীয়তাবাদী কর্মজীবী দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন

✒ এস এম আলমগীর চাঁদ, বিশেষ প্রতিনিধি: প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ৮:৪৫ অপরাহ্ণ

এস এম আলমগীর চাঁদ, বিশেষ প্রতিনিধি: পাবনার সাঁথিয়া উপজেলা জাতীয়তাবাদী কর্মজীবী দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর পাবনা জেলা জাতীয়তাবাদী কর্মজীবী দলের আহ্বায়ক ওমর ফারুক রাজু ও সদস্য সচিব মোঃ হেদায়াতুল্লাহ কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মোঃ জাহাঙ্গীর আলম কে সভাপতি,এম এ রাজ্জাককে সাধারণ সম্পাদক ও মাহাতাব উদ্দিন কে সাংগঠনিক সম্পাদক করে ২৬ সদস্য বিশিষ্ট এ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

সংগঠনের অন্যান্য নেত্রীবৃন্দ হলেন, শোয়েব রায়হান দরবেশ ( কার্যকরী সভাপতি ), আব্দুল আউয়াল (সহ-সভাপতি ), আইয়ুব আলী ( সহ-সভাপতি ) আনোয়ার হোসেন( সহ-সভাপতি ), আশরাফুল ইসলাম ( সহ-সভাপতি ), রাকিবুল আলম ( সহ-সভাপতি ), আব্দুল জব্বার ( সহ-সভাপতি ), ফরিদ সরদার ( সহ-সভাপতি ), জসীমউদ্দীন ( সহ -সভাপতি ), রেজাউল করিম ( সহ-সভাপতি), জুবায়ের হোসেন ( সহ-সভাপতি),
লিটন ফকির( শহ সাধারণ সম্পাদক ), সাইফুল ইসলাম (সহ সাধারণ সম্পাদক), জাহাঙ্গীর আলম মাস্টার( সহ-সাধারণ সম্পাদক ), ফজল মাস্টার ( সহ সাধারন সম্পাদক), স্বপ্না খাতুন ( সহ-সাধারণ সম্পাদক ), হাসান আলী( সহ-সাধারণ সম্পাদক )
মোহাম্মদ মনির হোসেন( সহ সাংগঠনিক সম্পাদক), সবুজ মোল্লা( প্রচার ও প্রকাশনা সম্পাদক ), তানিয়া খাতুন ( সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক), মাসুদ রানা সরকার ( অর্থ বিষয়ক সম্পাদক), মিরাজুল ইসলাম( সহ অর্থ বিষয়ক সম্পাদক), ও মোহাম্মদ আরিফুল ইসলাম( আইন বিষয়ক সম্পাদক)

এ বিষয়ে সাঁথিয়া উপজেলা জাতীয়তাবাদী কর্মজীবী দলের নবগঠিত কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করবে আমাদেরএ কমিটি।
সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ করে কোন নীতি বহির্ভূত কাজ না করার জন্য সংগঠনের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।