ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫
আহসান হাবিব শিবলু, জেলা প্রতিনিধি বগুড়া:
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২, সিপিএসসি বগুড়ার অভিযানে ক্লুলেস হত্যা মামলার আরও দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে গাজীপুর মহানগরীর টঙ্গী এলাকায় দুটি পৃথক অভিযানে তাদের আটক করে র্যাব।
র্যাব জানায়, গত ৩১ আগস্ট রাত থেকে ১ সেপ্টেম্বর সন্ধ্যার মধ্যে বগুড়া জেলার সারিয়াকান্দি থানার গোয়ালবাতান গ্রামে শাহিনুর বেগম (৫০) কে হাত-পা বেঁধে মুখে গামছা ঢুকিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের মেয়ে মোছাঃ সরমিলা আক্তার শ্রাবন্তি বাদী হয়ে সারিয়াকান্দি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এরপর থেকে সিপিএসসি বগুড়া, র্যাব-১২ আসামীদের গ্রেফতারে তৎপরতা চালায়। ধারাবাহিকতায় র্যাব সদর দপ্তরের ইন্টেলিজেন্স উইং-এর সহযোগিতায় এবং র্যাব-০১ উত্তরা, ঢাকার যৌথ অভিযানে মঙ্গলবার রাতে গাজীপুর টঙ্গীর ময়মনসিংহ রোডে অভিযান চালিয়ে আসামী মোঃ সৈকত (৩০) কে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি বাটন মোবাইল ও দুটি সিম উদ্ধার করা হয়। একই রাতে টঙ্গী পশ্চিম থানাধীন টেনিস কারখানার সামনে থেকে গ্রেফতার করা হয় অপর আসামী মোঃ শিপলু (৩০)-কে। তার কাছ থেকেও একটি বাটন মোবাইল ও একটি সিম উদ্ধার করা হয়।
এর আগে এই হত্যা মামলায় আসামী মোঃ সাফায়েত জামিল শুভ (৩১) এবং মোঃ তুষার আহম্মেদ ওরফে শীলু (২৭) কে গ্রেফতার করেছিল র্যাব।
র্যাব-১২, সিপিএসসি বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ এ অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যা মামলার আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে। আইন-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের কার্যক্রম বাংলাদেশকে একটি অপরাধমুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে।
আপনার মতামত লিখুন :