ঢাকা শনিবার ৪ অক্টোবর, ২০২৫
আরিফুল ইসলাম : সিরাজগঞ্জের তাড়াশে স্থানীয় তরুণদের তথ্যপ্রযুক্তি দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে “তরুণদের কম্পিউটার প্রশিক্ষণ আউটসোর্সিং” কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে [৩০ সেপ্টেম্বর ] এসডিএফ এর আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুসরাত জাহান উপজেলা নির্বাহী অফিসার তারাশ সিরাজগঞ্জ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তারাশ প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহমেদ । আরো উপস্থিত ছিলেন এসডিএফ এর পরিচালক হাবিবুর রহমান হাবিব। দৈনিক দিনকাল তারাশ প্রতিনিধি রফিকুল ইসলাম রফিক। আনন্দ টেলিভিশন চলনবিল প্রতিনিধি সোহেল রানা সোহাগ, নয়া দিগন্ত পত্রিকার তারাস প্রতিনিধি লুৎফর রহমান, আজকের দর্পণ পত্রিকার তারাস প্রতিনিধি মজিবর রহমান, তৃতীয় মাত্রা পত্রিকার তারাশ প্রতিনিধি আক্কাস আলী, ভোরের ডাকের তারাশ প্রতিনিধি ফিরোজ আল আমিন। দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার তাড়াশ প্রতিনিধি আরিফুল ইসলাম চিশতী। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান বিশ্বে তথ্যপ্রযুক্তি ও আউটসোর্সিং সেক্টরে দক্ষ জনবল তৈরি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম তরুণ সমাজকে কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে সহায়তা করবে। প্রশিক্ষণ কর্মসূচির আওতায় অংশগ্রহণকারীদের কম্পিউটার বেসিক, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ফ্রিল্যান্সিংসহ বিভিন্ন বিষয়ের উপর হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, তরুণ শিক্ষার্থী ও আগ্রহী প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, এ প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের প্রযুক্তিগত দক্ষতা বাড়িয়ে দেশের ডিজিটাল অগ্রযাত্রায় তাদের সম্পৃক্ত করা হবে
আপনার মতামত লিখুন :