ঢাকা শনিবার ৪ অক্টোবর, ২০২৫

ঢাকা শনিবার ৪ অক্টোবর, ২০২৫

সাঘাটায় জামাইয়ের বিরুদ্ধে শ্বশুর পরিবারের সংবাদ সম্মেলন

✒ সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ৫:০৩ অপরাহ্ণ

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: জামাইয়ের অত্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে গাইবান্ধার সাঘাটা উপজেলার যাদুরতাইড় গ্রামের এক ভুক্তভোগি শ^শুর পরিবার। গতকাল বুধবার নিজবাড়িতেই এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। পরিবারের পক্ষে সংবাদ সম্মেলনে উপজেলার যাদুরতাইড় গ্রামের আখতারুল ইসলামের ছেলে আমিনুল ইসলাম তার লিখিত বক্তব্যে বলেন, আনুমানিক ১৬ বছর পূর্বে সাঘাটা বাজার সংলগ্ন হাসিলকান্দি গ্রামের আব্দুর রাজ্জাক মোল্লার ছেলে রাশেদ মোল্লার সাথে আমার ছোট বোন মোছাঃ রাশেদার বিয়ে হয়। রাশেদ শারীরিকভাবে একজন প্রতিবন্ধী হলেও তার সুন্দর চেহারা, ও বাজার এলাকায় বেশ নামডাক দেখে ইসলামী শরিয়ত মোতাবেক তার সাথে আমরা বোনকে বিয়ে দেই। বিয়ের সময় বোনের সংসারের উন্নতি আর সুখের আশায় টাকাপয়সা সহ বিভিন্ন জিনিসিপত্র বোনের বাড়িতে পৌঁছে দেয়া হয়। এর কিছুদিন পর থেকেই ভগ্নিপতি রাশেদ যৌতুকের জন্য আমার বোনের ওপর নানা ভাবে অত্যাচার,নির্যাতন শুরু করে এবং নিজে একজন আওয়ামী লীগের কর্মী হিসেবে সেই প্রভাবে আমাদের পরিবারকে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করতে থাকে। শ^শুর পরিবার নিরুপায় হয়ে দফায় দফায় ভগ্নিপতি রাশেদকে আরও ২ লাখ টাকা প্রদান করে। এর কিছুদিন পর আরও ১ লাখ ২০ হাজার টাকা ধার হিসেবে গ্রহন করে রাশেদ। ইতোমধ্যে দামপত্য জীবনে তারা তিনটি সন্তানের জনক-জননী হয়। এর পরেও রাশেদার ওপর অত্যাচার নির্যাতন থামেনা। স্বামীর অমানবিক অত্যাচার নির্যাতন সহ্য করতে না পেরে কখনো বাবার বাড়িতে, কখনো আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে আশ্রায় নিত রাশেদা। আমিনুল তার বক্তব্যে বলেন,বোনের সংসার জীবনে কলোহ বিবাদের কারণে সামাজিক ভাবে অসংখ্যবার শালিস বিচারে আপোস মিমাংসা হলেও তার পরিবারের লোকজনের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা করে রাশেদ। কখনোও কখনো আবার স্ত্রী রাশেদাকে ম্যানেজ করে শ^শুর পরিবারের লোকজনের বিরুদ্ধে মামলা করেছে রাশেদ। আবার শ^শুর পরিবার থেকে তাকে টাকা দিতে অপারগতার কারণে শ^শুর পরিবারে ব্যবসাপ্রতিষ্ঠান ভেঙে উচ্ছেদ করে দিয়েছে। এমনিভাবে জামাইয়ের দ্বারা শ^শুর পরিবার বিভিন্ন অত্যাচার,নির্যাতন ও মিথ্যা মামলাসহ নানা হয়রানী হতে থাকে। এখনও তার অত্যাচার থামেনি। বর্তমানে মোটরসাকেল দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যামামলা করার পায়তার করছে। আমিনুল এসব অত্যাচার-নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদ জানান এবং অমানবিক অত্যাচারের প্রতিকারসহ অত্যাচারী ভগ্নিপতি রাশেদ এর শাস্তি দাবি করেন।