ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫
মোঃ সবুজ মিয়া, স্টাফ রিপোর্টার:
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাউৎসব। চলতি এ উৎসবের অষ্টমীতে নীলফামারীর কিশোরগঞ্জের ৬নং সদর ইউনিয়নের বিভিন্ন পুঁজা মন্ডপ গুলো পরিদর্শন করেছেন কিশোরগঞ্জ ৬নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেড বাবু।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে শহরের কামারপাড়া সার্বজনীন দুর্গা মন্দির, বানিয়াপাড়া সার্বজনীন দুর্গা মন্দির থেকে আনুষ্ঠানিকভাবে পরিদর্শন শুরু করেন তিনি।এসময় হিন্দু বৈদ্ধ খ্রিষ্টান কল্যাণ ঐক্যফ্রন্টের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন, কিশোরগঞ্জ ৬নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেড বাবু।
এসময় তিনি বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করছে। পূজা শুধু হিন্দু সম্প্রদায় উৎসব নয় এটি সার্বজনীন আনন্দ উৎসব আমরা সবাই মিলে এই উৎসবকে সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করব। সম্প্রদায়িক সম্প্রীতি নীলফামারীর কিশোরগঞ্জের গর্ব,এই ঐতিহ্য ধরে রাখতে সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে।
আপনার মতামত লিখুন :