ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫
মোঃ রুবেল হোসেন (সাভার) ঢাকা :
আশুলিয়ার জামগড়া এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গ্রেপ্তারকৃতদের মধ্যে কুখ্যাত গ্যাং লিডার ইয়ার হোসেন (২০) ও মাদক ব্যবসায়ী সোনা মিয়া (৪৫) রয়েছেন।
জানা যায়, সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে জামগড়া আর্মি ক্যাম্পের উদ্যোগে প্রাইমারি স্কুল ও বটতলা রূপায়ন এলাকায় টানা পাঁচটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাংয়ের মোট ৬ সদস্যকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— ইয়ার হোসেন (২০), সোনা মিয়া (৪৫), আশরাফুল (৩৫), বড় বাবু (১৯), ছোট বাবু (১৭) ও আকাশ (১৮)। তাদের কাছ থেকে ১৬টি দেশীয় অস্ত্র, ৫টি ধারালো অস্ত্র, ৫ পট গাঁজা, ৮টি মোবাইল ফোন ও ৪৮টি সিম কার্ড উদ্ধার করে সেনাবাহিনী।
পরে আটককৃতদের অস্ত্র, মাদক ও সরঞ্জামসহ আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সেনাবাহিনীর এই সফল অভিযানের ফলে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং নিরাপত্তার পরিবেশ নিশ্চিত হয়েছে।
আপনার মতামত লিখুন :