ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

লালমনিরহাটে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: গণমাধ্যমের ভূমিকায় তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনের গুরুত্ব

✒ দৈনিক কলম যোদ্ধাঃ প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৯:০১ অপরাহ্ণ

চয়ন কুমার রায় লালমনিরহাট জেলা প্রতিনিধি

লালমনিরহাটে তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গনমাধ্যম কর্মীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

লালমনিরহাট জেলা হেযবুত তওহীদের আয়োজনে শনিবার (২৭ সেপ্টেম্বর) স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করেছে।
লালমনিরহাট সদরের হাড়িভাঙ্গা এলাকার মাটির মায়া মিলনায়তনে অনুষ্ঠিত এই বৈঠকের বিষয় ছিল ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা’।

হেযবুত তওহীদ রংপুর বিভাগীয় সভাপতি আব্দুল কুদ্দুস শামীম বৈঠকে বলেন, “একটি শান্তিময় ও অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থেকে কাজ করলে সমাজে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে। তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থা সকল নাগরিকের সমান অধিকার, ন্যায়বিচার, বাকস্বাধীনতা এবং নিরাপত্তা নিশ্চিত করবে।”

তিনি আরও বলেন, “মানবজাতির জন্য আল্লাহ প্রদত্ত জীবনব্যবস্থা একমাত্র পরিপূর্ণ সমাধান। এই রাষ্ট্রব্যবস্থায় গণমাধ্যম সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে পারবে এবং সমাজের দর্পণ হিসেবে সমাজকে গঠনমূলক দিকনির্দেশনা দেবে।”

বৈঠকে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের লালমনিরহাট জেলা সভাপতি একরামুল হক, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, নারী নেত্রী আকলিমা বেগম এবং স্থানীয় গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। সাংবাদিকরা এই উদ্যোগকে সময়োপযোগী হিসেবে দেখেছেন এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে একযোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।