ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫
আহসান হাবিব শিবলু, বগুড়া জেলা প্রতিনিধি:
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান ও পার্শ্ববর্তী এলাকায় দিনব্যাপী নানা বাড়ি, খালা বাড়ি ও জিয়া বাড়ি পরিদর্শন করেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি ফাতেমা আনোয়ার।
তিনি মহিষাবানের কৃতিসন্তান ডাক্তার মেজর জেনারেল মুনতাজুর রহমানের নাতনি। সকালে নানা বাড়ি মমতাজ ভিলা-য় গিয়ে প্রথমে তার বড় আব্বা কমাল উদ্দিন মণ্ডল এবং মামা আহম্মেদ কামাল বিলু মণ্ডলের কবর জিয়ারত করেন। এরপর নানা বাড়ির আঙিনায় বৃক্ষরোপণ করেন। দীর্ঘ সময় ধরে পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নানা বাড়ির পুরোনো স্মৃতি স্মরণ করেন।
এই সফরে বিচারপতি ফাতেমা আনোয়ারের সঙ্গে তার স্বামী মোঃ নুরুল ইসলাম মাসুদও উপস্থিত ছিলেন এবং নানা শ্বশুরবাড়ি ও জিয়া বাড়িতে তার সঙ্গে সফরে অংশ নেন।
পরে তিনি পার্শ্ববর্তী গ্রাম কলাকোপায় খালা বাড়ি যান। সেখানে ভাইবোনদের সঙ্গে চায়ের আড্ডায় অংশ নেন এবং আত্মীয়দের সঙ্গে পারিবারিক স্মৃতিচারণ করেন।
এরপর পরিবারের আরেকটি বাড়ি নসিপুর বাগবাড়ির ঐতিহ্যবাহী জিয়া বাড়ি পরিদর্শন করেন। সেখানে তিনি কবর জিয়ারত করেন এবং তার মামা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে নানা বিষয়ে স্মৃতিচারণ করেন। পাশাপাশি জিয়া বাড়ি নিয়ে আত্মীয়স্বজন ও স্থানীয়দের সঙ্গে আলাপচারিতায় অংশ নেন।
বিচারপতি ফাতেমা আনোয়ার বলেন,আজকের এই সফর শুধুমাত্র পারিবারিক স্মৃতিচারণ, প্রিয়জনদের কবর জিয়ারত এবং আত্মীয়স্বজনের সঙ্গে সময় কাটানোর জন্য। পরিবারের প্রতি, শিকড়ের প্রতি টান থেকেই এখানে এসেছি। জিয়া বাড়ি পরিদর্শন করে আমি আমার পরিবারের অতীত ও শিকড়ের সঙ্গে সরাসরি সংযোগ অনুভব করেছি। এই বাড়ি আমার মায়ের জন্মস্থান। মায়ের মুখে শোনা স্মৃতিবিজড়িত এই বাড়ি ঘুরে বিভিন্ন কিছু দেখে আমি আবেগ আপ্লুত হয়ে গিয়েছি। এখানে এসে মামা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি স্মরণ করেছি এবং আত্মীয়স্বজন ও স্থানীয়দের সঙ্গে নানা আলাপচারিতার মাধ্যমে পুরোনো বন্ধন আরও দৃঢ় করেছি।
তার স্বামী মোঃ নুরুল ইসলাম মাসুদ বলেন,আজকের সফরে নানা শ্বশুরবাড়ি ও জিয়া বাড়ি পরিদর্শন করে আমরা পরিবার ও শিকড়ের স্মৃতি আবারও অনুভব করেছি। এই সফর আমাদের আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করেছে এবং প্রিয়জনদের কবর জিয়ারত করার সুযোগ দিয়েছে। আমাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ও আনন্দময় অভিজ্ঞতা।
এলাকাবাসী জানান,বিচারপতি ফাতেমা আনোয়ারের আগমন আমাদের জন্য অত্যন্ত আনন্দের। তিনি পরিবারের শিকড়ের প্রতি টান থেকেই আজ নানা বাড়ি ও জিয়া বাড়ি ভ্রমণ করেছেন। তার এ সফর আমাদের গর্বিত করেছে।
তার খালাতো ভাই জাহাঙ্গীর আলম কনক বলেন,আমাদের বোন বিচারপতি ফাতেমা আনোয়ার আজ দিনভর নানা বাড়ি, খালা বাড়ি ও জিয়া বাড়ি পরিদর্শন করেছেন। তিনি আত্মীয়স্বজনের সঙ্গে সময় কাটিয়ে আমাদের অনেক পুরোনো স্মৃতি ফিরিয়ে এনেছেন। তার এই সফরে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত।
পরিবারের সদস্য ও এলাকাবাসীর মধ্যে উপস্থিত ছিলেন ডাক্তার আবুল কালাম, সামসুর রহমান তারা মাস্টার, সাবেক চেয়ারম্যান মোতাহার, খায়রুজ্জামান, ডাক্তার আজাদ, বাবু, নজরুল ও রকি। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আক্কাস আলী।
আপনার মতামত লিখুন :