মোঃ সাগর সরকার ,স্টাফ রিপোর্টার: হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব সারদীয় দূর্গাপুজা উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ীতে ৫৭টি মন্দিরে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করছে উপজেলার আনসার-ভিডিপির সদস্যরা। পলাশবাড়ী পৌরশহরসহ উপজেলার ৮টি ইউনিয়নের প্রত্যেকটি পূজা মন্ডপে দিন-রাত ২৪ঘন্টা পালাক্রমে দায়িত্বপালন করবেন আনসার সদস্যরা। ২৭ সেপ্টেম্বর শনিবার সকালে পলাশবাড়ী উপজেলা আনসার-ভিডিপির অফিস প্রাঙ্গনে মাঠে সমবেতন আনসার সদস্যদের দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম। তিনি বলেন,মন্দির সমূহে যে কোন ধরণে অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদের মধ্যে যোগাযোগ স্থাপনসহ আনসার সদস্যদের সব সময় সজাগ থাকতে হবে। আরো বক্তব্য রাখেন,পলাশবাড়ী অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী ভুট্টো’ও উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক কনক। তিনি জানান,২৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত উপজেলার ৫৭টি মন্দিরে মোট ৩৪৪ জন আনসার সদস্য নিয়োজিত থাকবে।
আপনার মতামত লিখুন :