ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

মির্জাপুরে আনসার ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

✒ আনোয়ার হোসেন ,মির্জাপুর প্রতিনিধি: প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ৯:০১ অপরাহ্ণ

আনোয়ার হোসেন ,মির্জাপুর প্রতিনিধি: শান্তি-শৃঙ্খলা বজায় রেখে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টাঙ্গাইলের মির্জাপুরে বিভিন্ন পূজা মন্ডপে দায়িত্ব পালনকারী আনসার ভিডিপি /পিসি/ এ পি সি সদস্যদের সাথে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর ) উপজেলা প্রাঙ্গণে এই ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পূজা মন্ডপে দায়িত্বরত আনসার সদস্যদের উদ্দেশ্যে আইন-শৃঙ্খলা রক্ষায় করণীয় সম্পর্কে দিক নির্দেশনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম এবং সভাপতিত্ব করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জাহাঙ্গীর আলম। অনুষ্ঠান শেষে আনসার সদস্যরা দায়িত্বপ্রাপ্ত পূজা মন্ডপে চলে যান। উল্লেখ্য এ বছর মির্জাপুরের একটি পৌরসভা ১৪ টি ইউনিয়নে মোট ২৫৭ টি পূজা মন্ডপে ১৫৩৪ জন আনসার ভিডিপি সদস্য পূজা মন্ডপে শান্তি শৃঙ্খলা রক্ষায় কাজ করবেন ।