ঢাকা শনিবার ৪ অক্টোবর, ২০২৫

ঢাকা শনিবার ৪ অক্টোবর, ২০২৫

আগামী জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি বাস্তবায়ন ও ৫ দফা দাবিতে দেওয়ানগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল

✒ দৈনিক কলম যোদ্ধাঃ প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১২:২২ পূর্বাহ্ণ

মোঃ শামীম মিয়া স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশের মতো জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলাতেও সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দেওয়ানগঞ্জ কামিল মাদ্রাসা মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে দেওয়ানগঞ্জ বাজারে গিয়ে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকসিগঞ্জ) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী, জেলা জামায়াতের সাবেক আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অ্যাডভোকেট নাজমুল হক সাঈদী। বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট ছামিউল হক, জেলা বায়তুলমাল সম্পাদক ও উপজেলা জামায়াতের আমির মাওলানা মাহবুবুর রহমান তালুকদার, উপজেলা সেক্রেটারি মাওলানা কাজি আতিকুর রহমান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আলহাজ্ব ইসমাইল হোসেন, পৌর আমির হাফেজ আতিকুর রহমান এবং চিকাজানি ইউনিয়ন আমির মাওলানা এস. এম. জয়নুল আবেদিন কাদেরী। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের আমির ও হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি অ্যাডভোকেট নাজমুল হক সাঈদী তার বক্তব্যে বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই জুলাই সনদের ভিত্তিতে এবং আমাদের ৫ দফা দাবি বাস্তবায়নের মাধ্যমে অনুষ্ঠিত হতে হবে।” তিনি আরও বলেন, “জুলাই সনদকে অবিলম্বে আইনে রূপান্তর করে তার আলোকে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। একইসাথে নির্বাচনে কালো টাকার অপব্যবহার রোধ এবং প্রতিটি ভোটারের ভোটের মূল্য নিশ্চিত করতে আইনসভার উভয় কক্ষে পি.আর. (Proportional Representation) পদ্ধতি চালু করা জরুরি।”

তিনি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “সকল রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।” এছাড়া তিনি অভিযোগ করেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনৈতিক কার্যক্রম বন্ধ করে তাদের বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু করতে হবে