ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

জামালপুরের দেওয়ানগঞ্জে স্ত্রী ও তার আত্মীয়দের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

✒ দৈনিক কলম যোদ্ধাঃ প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১২:২১ পূর্বাহ্ণ

জামালপুর প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জে স্ত্রী ও তার আত্মীয়দের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
বাড়ি ভাংচুর এবং লুটপাটের অভিযোগ এনে সংবাদ সন্মেলন করেছেন মো. লিটন মিয়া।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার পাররামরামপুর ইউনিয়নের দক্ষিণ মাঠেরঘাট গ্রামে নিজ বাড়িতে এ সংবাদ সন্মেলনের আয়োজন করেন তিনি। সংবাদ সন্মেলনে লিটন মিয়া বলেন, পারিবারিকভাবে প্রায় নয় বছর আগে ভাতখাওয়া গ্রামের ছোহরাব আলীর মেয়ে জেসমিন আক্তারের সঙ্গে আমার  বিয়ে হয়। এ সংসারে আট বছর বয়সি একটি মেয়ে সন্তান রয়েছে। শুরুতে আমাদের দাম্পত্য জীবন ভালোই ছিল। কিন্তু গত চার মাস ধরে আমার স্ত্রী তার বাবার বাড়ির আত্মীয়দের প্ররোচনায় সংসারে অশান্তি সৃষ্টি করে। আমার বাবা-মা, চাচা-চাচিসহ প্রতিবেশীদের সঙ্গে দূর্বব্যহার করে। এক পর্যায়ে সে আমার সংসার করবে না মর্মে আমার কাছে ১৪ লাখ টাকা দাবি করে। টাকা দিতে অপারগতা প্রকাশ করায় গত বৃহস্পতিবার আমার স্ত্রীর বাবার বাড়ির লোকজনসহ আরও ৩০-৪০ জন মানুষ প্রকাশ্যে দিনের বেলা আমার বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট চালায়। এ সময় বাড়িতে থাকা নগদ ৬ লাখ টাকা, ৩ ভরি  স্বর্ণালঙ্কার লুটে নেয় । তাদের বাধা দিতে গেলে তারা আরও বেপরোয়া হয়ে আমার বোনজমাইকে মারধর করে এবং এ ঘটনায় থানায় মামলা দিলে মেরে ফেলার হুমকি দেয়। এখন আমরা পরিবারসহ  নিরাপত্তাহীনতায় ভূগছি। তিনি প্রসাশনের  কাছে এ ঘটনার সুষ্ঠু বিচার চান।