ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫
মোঃ রুবেল হোসেন (সাভার) ঢাকা
সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে দেশীয় ওয়ান শুটারগানসহ মো. রাকিব (২০) নামের এক দুষ্কৃতকারীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।এ সময় সহিদ নামের আরও একজন সহযোগী পালিয়ে যায়।বৃহস্পতিবার(২৫ সেপ্টেম্বর) রাতে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।গ্রেপ্তার রাকিব নরসিংদী জেলার রায়পুরা থানার মধ্য নগর গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে।অপরদিকে পলাতক সহিদ একই উপজেলার বালুরচর গ্রামের বাসিন্দা।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় একদল দুষ্কৃতকারী অবস্থান করছে—এমন খবর পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে অভিযান চালানো হয়। অভিযানের সময় পালানোর চেষ্টা করলে রাকিবকে একটি দেশীয় ওয়ান শুটারগানসহ আটক করা হয়। তবে তার সহযোগী সহিদ পালিয়ে যেতে সক্ষম হয়।অভিযান শেষে রাকিবকে আশুলিয়া থানায় হস্তান্তর করে যৌথবাহিনী। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, গ্রেপ্তার রাকিবসহ দুইজনের বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার আসামীকে আদালতে পাঠানো হবে। একই সঙ্গে পলাতক সহিদকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আপনার মতামত লিখুন :