ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

প্রিয় নবীর দেশে এসে এক প্রবাসীর বুক ফাটা কষ্ট দেখলাম

✒ দৈনিক কলম যোদ্ধাঃ প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ৯:০৯ পূর্বাহ্ণ

মোঃ মুকুল হোসেন ঃ

প্রিয় নবীর দেশে একটা মিশনে এসেছি। ভাবছিলাম আত্মা শান্তি পাবে, হৃদয় জুড়িয়ে যাবে। কিন্তু এখানে এসে যে বাস্তবতা দেখলাম, তাতে একেকটা প্রবাসীর বুক ফাটা কষ্ট আমাকে সত্যি মর্মাহত করেছে। তাদের চোখের জল, চাপা কান্না আর নিঃসঙ্গতার গল্প হৃদয়কে গভীরভাবে নাড়া দিল। এই সফর শুধু ধর্মীয় অনুভূতির নয়, বরং প্রবাসী জীবনের কঠিন বাস্তবতাও আমার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল।প্রিয় নবীর পবিত্র ভূমিতে পা রাখার আনন্দই যেন ভিন্ন। সারা জীবন যার সুন্নাত পালনের চেষ্টা করি, যার প্রতি ভালোবাসা হৃদয়ের গভীরে গেঁথে আছে, সেই মহানবী হযরত মুহাম্মদ (সঃ)-এর দেশে আসতে পারা যেন পরম সৌভাগ্যের বিষয়।ভেবেছিলাম, এখানে এসে শুধু আধ্যাত্মিক শান্তি পাব, বুকটা ভরে যাবে প্রশান্তিতে। কিন্তু বাস্তবতা ছিল অনেক ভিন্ন।এই মাটিতে এসে দেখলাম, প্রবাসীর চোখে লুকানো হাজারো অশ্রু। কাবার আলোয় ঘেরা এই শহরে, মদিনার প্রশান্ত বাতাসে যেন ভেসে বেড়ায় নিঃশব্দ আর্তনাদ।একেকজন প্রবাসীর জীবনের গল্প শুনে মনে হলো, যেন প্রতিটা মুখে আছে একটা করে সংগ্রামের ইতিহাস। কেউ এসেছে সন্তানদের ভবিষ্যতের জন্য, কেউ মায়ের চিকিৎসার টাকা জোগাড় করতে, আবার কেউ শুধুই বেঁচে থাকার তাগিদে। কিন্তু যে কষ্ট তারা বুকের ভেতর লুকিয়ে রাখে, তা বাইরে থেকে বোঝা যায় না। দিনের পর দিন রোদে পুড়ে, ঘামে ভিজে, হাজারো ত্যাগ স্বীকার করে তারা এই দেশের মাটি আঁকড়ে পড়ে থাকে-শুধু পরিবারের মুখে হাসি ফোটানোর আশায়।একজন প্রবাসীর কথা এখনও কানে বাজে, বলেছিল -“ভাই, এখানে টাকা পাই, ঠিকই; কিন্তু শান্তি পাই না। নিজের দেশ, নিজের মানুষ, নিজের ভাষা-সব কিছুই বড় আপন, বড় মায়ার। এখানে কাজের ফাঁকে শুধু এক টুকরো ভালবাসা খুঁজি, কিন্তু পাই না।এই কথাগুলো হৃদয় ভেদ করে যায়। মনে হলো, প্রিয় নবীর দেশে এসে যেন আমি শুধু ইতিহাসের আলোই দেখিনি, দেখেছি বর্তমান প্রবাসীদের অন্ধকারও।তাদের কষ্ট আমাকে কাঁদিয়েছে, চিন্তায় ফেলেছে-আমরা কি কখনো বুঝি এই মানুষগুলোর আত্মত্যাগ?তাদের চোখে আমি দেখেছি জীবনের গভীর বাস্তবতা। তাদের মুখে শুনেছি স্বপ্ন ভেঙে যাওয়ার কাহিনি, তবু সেই স্বপ্নের টুকরো টুকরো অংশ নিয়েই তারা আবারও লড়ে যায়।এই সফর শুধু একটি ভ্রমণ নয়, এটি ছিল আত্মদর্শনের এক যাত্রা। প্রিয় নবীর ভালোবাসার দেশে এসে, আমি উপলব্ধি করেছি-এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস হলো “ভালবাসা, সহানুভূতি ও মানুষকে বোঝার মন”।শেষ কথা:সৌদি আরবে এসে আমি যেমন সৌন্দর্য দেখি, তেমনি কখনো কখনো বাস্তবতার কঠিন মুখোমুখিও হই। এই অনুভূতিগুলো আমার আরও মানবিক করে তোলে।