মোঃ শামীম মিয়া ,স্টাফ রিপোর্টার: জামালপুরের জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৪ সেপ্টেম্বর সকালে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাছিনা বেগম। এ সময়, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ এর সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকি, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিক ফয়সাল, জেলা ব্যবস্থাপক গ্রাম আদালত মাহ্ফুজা রহমান সহ আরো অনেক। এ সময় বক্তারা গ্রাম আদালত সক্রিয়করণ করার মাধ্যমে তৃণমূল পর্যায়ের ঝগড়া বিবাদ ও মামলা নিষ্পত্তির মাধ্যমে বাদী বিবাদীর বড় ধরনের আর্থিক ক্ষতি থেকে অব্যাহতি পেয়ে আগামীর সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠনে কাজ করার আহ্বান জানান। পরে গ্রাম আদালতে সর্বোচ্চ মামলা নিশ্পত্তির জন্য দেওয়াগঞ্জ উপজেলার বাগাদুরাবাদ ইউনিয়ন চেয়ারম্যান মোঃ শাহজাহান কে পুরষ্কার দেওয়া হয।
আপনার মতামত লিখুন :