ঢাকা শনিবার ৪ অক্টোবর, ২০২৫
মোঃ মিঠু মিয়া,গাইবান্ধা প্রতিনিধি: জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণকে উৎসাহিত করতে গাইবান্ধায় বিনামূল্যে চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর গাইবান্ধা পৌরসভার কলেজিয়েট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের হাতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন জনাব এ.কে.এম হেদায়েতুল ইসলাম, উপপরিচালক (ভারপ্রাপ্ত), স্থানীয় সরকার, গাইবান্ধা মহোদয়।
এ সময় তিনি বলেন,
বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। একটি গাছ কেবল অক্সিজেনই দেয় না, এটি মানুষের জীবনযাত্রাকে টেকসই করে, জীববৈচিত্র্য রক্ষা করে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়ে তোলে। তাই প্রত্যেককে অন্তত একটি হলেও গাছ লাগাতে হবে এবং যত্ন নিতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা। উপস্থিত সবাই বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষার শপথ নেন।
আয়োজকরা জানান, পর্যায়ক্রমে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের মাঝে হাজারো ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হবে। এর মাধ্যমে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা এবং সবুজ গাইবান্ধা গড়ে তোলাই মূল উদ্দেশ্য।
আপনার মতামত লিখুন :