ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

উত্তরবঙ্গ ব্লাড ফাউন্ডেশন (UBBF) এর আয়োজনে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

✒ নিজস্ব প্রতিবেদন:  প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৩৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদন: উত্তরবঙ্গ ব্লাড ফাউন্ডেশন (UBBF) এর উদ্যোগে এক বিশেষ ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য ছিল সাধারণ মানুষের মধ্যে ব্লাড গ্রুপিং সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং রক্তদানের জন্য মানুষকে উৎসাহিত করা।

ক্যাম্পেইনটি অনুষ্ঠিত হয় দিনাজপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে, যেখানে প্রায় শতাধিক মানুষ অংশগ্রহণ করেন এবং তাদের রক্তের গ্রুপ জানা সম্ভব হয়। এই ক্যাম্পেইনটি ছিল সম্পূর্ণ ফ্রি, এবং এতে রক্তের গ্রুপ নির্ধারণের পাশাপাশি, রক্তদান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করা হয়।

উত্তরবঙ্গ ব্লাড ফাউন্ডেশন (UBBF) এর প্রতিষ্ঠাতা সদস্য  জানান, “আমাদের উদ্দেশ্য হলো মানুষকে রক্তদানের জন্য উৎসাহিত করা এবং তাদের ব্লাড গ্রুপ জানিয়ে তাদের জরুরি মুহূর্তে সাহায্য করা। এই ধরনের ক্যাম্পেইন আরও বেশি আয়োজিত হবে, যাতে রক্তের অভাব মেটানো সম্ভব হয়।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:  (বিশিষ্ট চিকিৎসক), (উত্তরবঙ্গ ব্লাড ফাউন্ডেশন এর সদস্য), (স্থানীয় সমাজসেবক)।

এছাড়াও, বিভিন্ন সামাজিক সংগঠন এবং স্বেচ্ছাসেবকরা এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করে মানুষের মাঝে ব্লাড গ্রুপিং ও রক্তদান সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

UBBF এর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা এবং তারা আশা করছেন ভবিষ্যতে আরও বড় পরিসরে এই ধরনের কার্যক্রম অনুষ্ঠিত হবে।

এ ধরনের ক্যাম্পেইন সমাজে রক্তদান সচেতনতা সৃষ্টি করতে সহায়ক এবং এটি স্বাস্থ্য সেবার ক্ষেত্রে একটি মাইলফলক হয়ে দাঁড়াবে।

রজন্দানের উপকারিতা:

* হৃদপিন্ড সবল হয়।

১৮-৬০ বছরের একজন সুস্থ ব্যক্তি এবং ওজন ৫০ কেজি এর উর্ধ্বে হলে..

* ক্যান্সার ঝুঁকি কমে যায়।

* রক্তে কোলস্টারেল কমে যায়

প্রতি ৩-৪ মাস পর পর রক্তদান

* রক্তে লাল কণিকা সরল হয়।

* ওজন নিয়ন্ত্রণে সাহায্য হয়।

* রক্তের বিভিন্ন কণিকা গুলো সতেজ হয়।

ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন করতে পারবে। এতে কোনো শারিরীক ক্ষতি হয় না।

* নতুন নতুন রক্ত কণিকা তৈরি হয়।

* রক্ত দাতার কোন সংক্রামন রোগের ব্যাপারে আগাম জানতে পারে।

* Hemochromatosis রক্ত রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে।

রক্ত দাতার শরীরকে উজ্জীবিত করে।

নিয়মিত স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে বিনা খরচে জানা যায় শরীরে বড় কোন রোগ আছে কিনা। যেমন: হেপাটাইটিস-বি, হেপাটাইটিস-সি সিফিলিস, এইচআইডি (এইচড) ইত্যাদি।

রক্তনান ধর্মীয় দিক থেকে অত্যন্ত সওয়াবের বা পুণ্যের কাজ।