ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫
মোঃ রুবেল হোসেন (সাভার) ঢাকা :
আজ মঙ্গলবার সকালে সাভার উপজেলা প্রশাসনের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সরকার।
সভায় পূজা মণ্ডপে সার্বিক নিরাপত্তা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। এবছর সাভারে মোট ২১৪টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সরকার বলেন—
“শারদীয় দুর্গাপূজা আমাদের অন্যতম বড় ধর্মীয় উৎসব। নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হবে। প্রতিটি পূজা মণ্ডপে পুলিশ, আনসার, স্বেচ্ছাসেবক দল পাহারায় থাকবে। পাশাপাশি সিসি ক্যামেরা, শৃঙ্খলাপূর্ণ প্রবেশ ও বের হওয়ার ব্যবস্থা নিশ্চিত করা হবে।”
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বরুণ ভৌমিক নয়ন, সাধারণ সম্পাদক প্রদীপ দাসসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পূজা উদযাপনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :