মোঃ রুবেল হোসেন, (সাভার) ঢাকা : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে আশুলিয়ায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আশুলিয়ার দোশাইদ অধ্যক্ষ কুমার স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এ সমাবেশে হাজারো নেতাকর্মীর ঢল নামে। আশুলিয়া থানা বিএনপির উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। তিনি সমাবেশে বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচি পড়ে শোনান এবং এর বাস্তবায়নে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। সভায় সভাপতিত্ব করেন আশুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির প্রবীণ নেতা হুমায়ুন কবির। অনুষ্ঠানটি পরিচালনা করেন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লব। এছাড়া ইউনিয়ন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও জিয়া মঞ্চসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন ও শ্লোগান নিয়ে অংশগ্রহণ করেন।
আপনার মতামত লিখুন :