ঢাকা শনিবার ৪ অক্টোবর, ২০২৫
সোহানুল হক পারভেজ রাজশাহী :
রাজশাহীর মোহনপুর সইপাড়া মোড়ের পাশে মাদকের রমরমা ব্যবশা করছেন, আপন দুই ভাই, হুমায়ূন ও বড় ভাই মোঃ নজরুল ইসলাম নজু, স্থানীয় লোকজন একাধিকবার নজু ও হুমায়ুনকে অনেক বার মাদকসহ প্রশাসনের কাছে তুলে দিলেও তারা আবারো এই মাদক ব্যবসার সাথে সক্রিয় হয়ে ওঠেন, এবং এই মোহনপুর, উপজেলার, গ্রামঅঞ্চলে মাদকের রমরমা ব্যবসা ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর
তৎপরতা থাকা সত্ত্বেও মাদক কারবারিদের দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলেছে। বিশেষ করে ইয়াবা, গাঁজা, ফেনসিডিল ও দেশীয় চোলাই মদের সরবরাহ প্রায় খোলামেলাভাবে চলছে। নামমাত্র অভিযান হলেও মূলহোতারা থেকে যাচ্ছে ধরাছোয়ার বাইরে। এতে করে যুবসমাজ দিন দিন মাদকাসক্ত হয়ে পড়ছে, বাড়ছে চুরি, ছিনতাই, পারিবারিক কলহ ও সহিংসতা।
অনেক সময় প্রশাসনের নিরব ভূমিকা বা মামলার পরও জামিনে বের হয়ে আবারও একই কাজে জড়িয়ে পড়ছে অভিযুক্তরা। এ বিষয়ে উপজেলা প্রশাসনের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, “আমরা মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছি। যারা জড়িত, তাদের কোনো ছাড় নেই। এদিকে সচেতন মহল বলছে, মাদকের বিরুদ্ধে শুধু অভিযান নয়, দরকার সামাজিক আন্দোলন। স্কুল-কলেজে সচেতনতা মূলক কার্যক্রম, মাদক পুনর্বাসন কেন্দ্র বৃদ্ধি এবং মূল সিন্ডিকেটকে আইনের আওতায় আনাই হতে পারে টেকসই সমাধান। এখন সময় মাদকবিরোধী কার্যক্রমকে আরও শক্তিশালী করার। নইলে অদূর ভবিষ্যতে একটি প্রজন্ম ধ্বংস হয়ে যেতে পারে মাদকের ভয়াল ছোবলে।
আপনার মতামত লিখুন :