ঢাকা শনিবার ৪ অক্টোবর, ২০২৫

ঢাকা শনিবার ৪ অক্টোবর, ২০২৫

সাঘাটায় ছাত্রদলের আয়োজনে ফ্রি কলম ঝুরি উন্মুক্ত

✒ দৈনিক কলম যোদ্ধাঃ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৪৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদনঃ গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে ছাত্রদলের উদ্যোগে ফ্রি কলম ঝুরি উন্মুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কলেজের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে কলম বিতরণের মাধ্যমে এই কর্মসূচির সূচনা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীরা সমাজের ভবিষ্যৎ। তাই তাদেরকে শিক্ষায় উদ্বুদ্ধ করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত ইতিবাচক। বিশেষ করে দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা এই কর্মসূচি থেকে উপকৃত হবে। শিক্ষার্থীরা বিনামূল্যে কলম পাওয়ায় আনন্দ প্রকাশ করে আয়োজকদের ধন্যবাদ জানান। তারা বলেন, “এই উদ্যোগ আমাদের পড়াশোনার প্রতি আরও উৎসাহ যোগাবে। এ সময় উপস্থিত ছিলেন সভাপতি , মো: মোহাইমিনুল ইসলাম রিমন, সাধারণ সম্পাদক , জাফর আলী ও দপ্তর সম্পাদক সৌরভ মিয়া সহ অন্যতম ছাত্রনেতা হেলাল মোল্লা, নাইম, রাফি, রায়হান প্রমুখ। স্থানীয় অভিভাবক ও সাধারণ মানুষ ছাত্রদলের এমন মানবিক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও শিক্ষার্থীদের জন্য সহায়ক কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।