ঢাকা শনিবার ৪ অক্টোবর, ২০২৫
নিজস্ব প্রতিবেদনঃ গাইবান্ধার সাঘাটায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মীর মোহাম্মদ আল কামাহ তমাল। এতে উপস্থিত ছিলেন বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দ,থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাদশা আলম , বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।সভায় সাঘাটা উপজেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, বাল্যবিয়ে প্রতিরোধ, জঙ্গি ও সন্ত্রাস দমন, ইভটিজিং ও কিশোর অপরাধ প্রতিরোধে কঠোর অবস্থান গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া এলাকায় চুরি, ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশি টহল জোরদার করার পাশাপাশি স্থানীয় জনগণকে সচেতন করার ওপর গুরুত্বারোপ করা হয়।সভায় বক্তারা বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসন ও জনগণের সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। এজন্য প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
আপনার মতামত লিখুন :