ঢাকা শনিবার ৪ অক্টোবর, ২০২৫

ঢাকা শনিবার ৪ অক্টোবর, ২০২৫

অপরূপ সৌন্দর্য লীলাভূমি” উধুনিয়া মিনি কক্সবাজার

✒ দৈনিক কলম যোদ্ধাঃ প্রকাশিত: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৩৮ পূর্বাহ্ণ

মোহাম্মদ নাহিদ হাসান, স্টাফ রিপোর্টারঃ উধুনিয়া মিনি কক্সবাজারের সুন্দর্য দর্শনার্থীদের মন কেড়ে নেয়, নৌকায় বসে দিগন্ত ছোয়া অথৈ জলে ভেসে বেড়ানো মনে হয় আকাশ আর জল যেন একে অপরকে ছুয়ে দিয়েছে। প্রকিতির বুকে এই জল রাশি যেন বহুরূপী কবিতা যার প্রতিটি স্তবক রচিত হয় ঢেউয়ের তালে তালে এভাবেই মলন বিল ওঠে অনন্য ক্যাম্পাস দেখে পর্যটকদের নে হচ্ছে পর্যটক আকর্ষিত করতে অপরূপ সৌন্দর্য মেলে ধরে আছে। চলন বিল প্রতিবছর বর্ষার মৌসুমে এই সময় সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন পান্তর থেকে আসেন দর্শনার্থীরা তবে এখানে এসে পড়তে হয় নানান ঝূট-ঝামেলায়। তাইতো চলনবিলকে পরিকল্পিত পর্যটন হিসেবে গড়ে তুলতে দাবি জানায় ঘুরতে আসা দর্শনার্থীরা। চারপাশে জল মাঝখানে ভেসে থাকা সবুজ এক গ্রাম, যা দ্বীপের মতোই দাঁড়িয়ে আছে, তাই স্থানীয়রা ভালোবেসে নাম দিয়েছে “উধুনিয়া মিনি কক্সবাজার”এখানে হোটেল কফি হাউজ নৌ ভবনের জন্য এখানে আসে হাজারো মানুষ ছুটির দিন গুলাতে লোকে লোকান্বিত পরিণত হয় উধুনিয়া মিনি কক্সবাজারে

স্থানীয়দের অনেকেরই হয়েছে কর্মসংস্থার ব্যবস্থা। সিরাজগঞ্জ উল্লাপাড়া উধুনিয়া ইউনিয়নের রূপ ঋতুর সাথে বদলায় বর্ষায় এটা সমুদ্রের মতো, শরতে নীল আকাশে মেঘের সমারোহ,হেমন্তে নতুন ধানের মেলা, আর শীতে নিস্তব্দ প্রকৃতি,তবে গ্রীষ্ময় রুক্ষতা প্রতিটা ঋতুই রঙে রাঙ্গায় চলনবিলকে, তাই চলনবিলকে শুধু একটা বিল নয় ঋতু পালা বদলের জীবন্ত কবিতা। এখানে জল কথা বলে বাতাস গান গায় আর সূর্যাস্ত রাঙায় হৃদয়ের ক্যানভাসে, এখানকার জনপদের মানুষগুলো খুবই সহজ সরল ভাবে মিলেমিশে থাকে এবং অন্য মানুষকে সহজেই আপন করে নেয়, এ যেন এক অপরূপ সৌন্দর্যের লীলাভূমিতে সাক্ষ্য হয়ে দাঁড়িয়ে আছে আমাদের জন্মভূমি উধুনিয়া।