ঢাকা শনিবার ৪ অক্টোবর, ২০২৫
বোনারপাড়া সরকারি ডিগ্রি কলেজ, বোনারপাড়া,সাঘাটা,গাইবান্ধায় ১৫ই সেপ্টেম্বের ২০২৫ইং রোজ: সোমবার বোনারপাড়া সরকারি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণিতে নবভর্তিকৃত শিক্ষার্থীদের জন্য এক বর্ণাঢ্য ক্লাস উদ্বোধন ও নবীন বরণ অনুষ্ঠান আজ [তারিখ] তারিখে বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয় শিক্ষা প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এরপর প্রধান শিক্ষক/অধ্যক্ষ মহোদয় স্বাগত বক্তব্য প্রদান করেন। তিনি তাঁর বক্তব্যে বলেন,
“প্রিয় নবীন শিক্ষার্থীরা, তোমাদের স্বপ্ন বাস্তবায়নের প্রথম ধাপ আজ শুরু হলো। এই শিক্ষাপ্রতিষ্ঠান শুধু পাঠদানেই সীমাবদ্ধ নয়, নৈতিকতা, নেতৃত্ব ও সৃজনশীলতা বিকাশেও অগ্রণী ভূমিকা রাখে। তোমাদের প্রতিটি দিন হোক শেখায় সমৃদ্ধ এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতির এক শক্ত ভিত।”
এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবক প্রতিনিধি এবং সিনিয়র শিক্ষার্থীরা। সিনিয়র শিক্ষার্থীদের পক্ষ থেকে নবীনদের উদ্দেশ্যে শুভেচ্ছা ও পরামর্শমূলক বক্তব্য প্রদান করা হয়, যাতে তারা শিক্ষা জীবনের এই নতুন অধ্যায় আত্মবিশ্বাস ও ইতিবাচক মনোভাব নিয়ে শুরু করতে পারে।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের পরিচিতি, সাংস্কৃতিক পরিবেশনা এবং অভিজ্ঞ শিক্ষকদের দিকনির্দেশনামূলক বক্তব্য অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানের শেষে এক চা-চক্র ও আলাপচারিতার মধ্য দিয়ে নতুনদের সাথে শিক্ষকদের পরিচয় আরও ঘনিষ্ঠ হয়।
বিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন, নবীন শিক্ষার্থীরা এই প্রতিষ্ঠানের গৌরবময় ধারাবাহিকতা বজায় রেখে নিজেদের জীবনে শ্রেষ্ঠত্বের শিখরে পৌঁছাবে।
আয়োজনে: বোনারপাড়া সরকারি ডিগ্রি কলেজ। অনুষ্ঠান সার্বিক সহযোগীতা করেন –
মো: মোহাইমিনুল ইসলাম রিমন।
সভাপতি
ছাত্রদল বোনাপাড়া সরকারি কলেজ শাখা।
আপনার মতামত লিখুন :