ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫
শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া
পটুয়াখালী জেলা প্রতিনিধি।
আদালতের দন্ডপ্রাপ্ত পলাতক, ডাকাতি, ডাকাতির চেষ্টা, বিষ্ফোরক আইনে অভিযুক্ত মামলার আসামী ডাকাত সর্দার রুম্মান যাত্রাবাড়ী থানা এলাকা হতে গ্রেফতার, র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এবং র্যাব-১০, সিপিসি-১, যাত্রাবাড়ী কর্তৃক যৌথ একটি আভিযানিক দল অদ্য ১৫/০৯/২০২৫ইং তারিখ ০৯:৪৫ ঘটিকায় অভিযান পরিচালনা করে বরগুনা জেলার বামনা থানার ডাকাতি মামলার তদন্তে প্রাপ্ত আসামী মোঃ রুম্মান (২৮), পিতা- সাহেব আলী সাং ঢুষখালী, থানা বামনা জেলা বরগুনা কে ঢাকা মহানগর যাত্রাবাড়ী থানাধীন সিদ্ধী বটতলা এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়।
ঘটনার সংক্ষিপ্ত বিবরণ মোঃ মিরাজ (৪০) পিতা আব্দুল খালেক সাং হোগলাপাতি ৯ নং ওয়ার্ড ৪ নং ডৌয়াতোলা ইউপি থানা বামনা জেলা বরগুনা উল্লেখিত মামলার বাদী। বাদী পেশায় একজন কাঠ ব্যবসায়ী। বাদীর পরিবার প্রতিদিনের ন্যায় গত ২৪/০৫/২০২৫ইং তারিখ অনুমান রাত ১০ ঘটিকার সময় খাওয়া-দাওয়া শেষ করে যে যার মত ঘুমিয়ে পড়ে। উল্লেখিত তারিখ ২৪/০৫/২০২৫ইং দিবাগত রাত অর্থাৎ ২৫/০৫/২০২৫ রাত অনুমান ০১:৩০ ঘটিকার সময় এজাহার উল্লেখিত ডাকাতদল ও অজ্ঞাতনামা আরও ৮/১০ জন ডাকাত বাদীর ঘরের দক্ষিণ পাশের দরজা জানালা ভাঙ্গিয়া ঘরের ভিতর প্রবেশ করে বাদীর স্বয়ং কক্ষের সুকেস খোলার সময় বাদি শব্দ পেয়ে জাগিয়া কে কে বলে চিৎকার দিলে ডাকাতগন বাদীর গলায় ছুরি ধরিয়া বলে খুন করিয়া ফেলিবো। অস্ত্রধারী ডাকাতগণ বাদীকে টাকা-পয়সা স্বর্ণালংকার বের করে দেওয়ার জন্য বলে। বাদী দিতে অপারগতা প্রকাশ করলে অন্যান্য ডাকাতগণ বাদীর ঘর হতে নিম্ন বর্ণিত মালামাল লুণ্ঠন করিয়া নিয়া যায়। (০২টি স্বর্ণের আংটি যাহার অনুমান ওজন ৮ আনা, মূল্য অনুমান ৭৫,০০০/-(পচাত্তর হাজার) টাকা, নগদ ৫০০০/-(পাঁচ) হাজার টাকা, ০১টি কালো রংয়ের বাটন ফোন যাহার মূল্য ১৭০০/-(এক হাজার সাত শত) টাকা, ০১টি কালো রংয়ের সিম্ফনি বাটন ফোন যাহার মুল্য অনুমান ১৪৫০/- (এক হাজার চার শত পঞ্চাশ) টাকা, ০১টি আইকম মোবাইল ফোন যাহার মূল্য অনুমান ১২০০/-(এক হাজার দুই শাত) টাকা, ০১টি এন্ড্রোয়েড ফোন Vivo Y18 যাহার যাহার মূল্য অনুমান, ১৭.০০০/- (সতের হাজার) টাকা) লুষ্ঠিত মালামালের মূল্য মোট অনুমান ১০১,৩৫০/-(এক লক্ষ এক হাজার তিন শত পঞ্চাশ) টাকা মাত্র। ডাকাতদল বাদীর ঘর থেকে উল্লেখিত বর্ণনার স্বর্নালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন নিয়া বাদীর ঘরের পশ্চিম পার্শ্বের দিকের দরজা দিয়া চলিয়া যায়। বাদী ডাকাত দলের কথা-বার্তা ও শারীরিক গঠন দেখিয়া এজাহারনামীয় ডাকাত মোঃ আনোয়ার হোসেন@রিপন কাজী (৪০), পিতা-মৃত মতিউর রহমান কাজী, মাতা-আশুরা বেগম, সাং-লক্ষনা, ০৫নং ওয়ার্ড, গুলিসাখালী ইউপি, থানা-মঠবাড়িয়া, জেলা-পিরোজপুরকে চিনতে পারে। পরবর্তীতে বাদী থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন যা বামনা থানার মামলা নং-৮ তারিখ ২৫/০৫/২০২৫, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড।
আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ঢাকা মহানগর, যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়।
আপনার মতামত লিখুন :